Sky Lanterns Ban: দিওয়ালির আগে মুম্বইয়ে নিষিদ্ধ হল ফানুস, বিপদের ঝুঁকি বাড়তেই সতর্ক বলিউডের শহর

গত চার-পাঁচ বছর ধরে দিওয়ালি, কালীপুজোতে সাধারণ মানুষের মধ্যে ফানুসকে নিয়ে একটা আকর্ষণ তৈরি হয়েছে।

Mumbai police ban Flying and sale of sky lanterns. (Photo Credits: X)

গত চার-পাঁচ বছর ধরে দিওয়ালি, কালীপুজোতে সাধারণ মানুষের মধ্যে ফানুস বা স্কাই ল্যান্টার্ন-কে নিয়ে একটা আকর্ষণ তৈরি হয়েছে। আর কিছু না হোক, একটা ফানুস ছেড়ে আলোর উতসব পালন করছেন অনেকেই। একেবারে কম টাকায় অনেকটা উঁচুতে উঠে শোভা বাড়ায় দীপাবলীর ফানুস। কলকাতার আকাশে গত কয়েক বছর ধরে দীপাবলি, দিওয়ালির রাতের আকাশে ফানুসের দাপট দেখা যায়। শুধু কলকাতা কেন বেঙ্গালুরু, মুম্বইয়ের মত হাই টেক সিটিতেও একই রকম ছবি। কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে মুম্বইয়ে ফানুস (Sky Lantern)-এর কেনাবেচা,  ওড়ানোর ওপর কঠোর নিষেধাজ্ঞা জারিল পুলিশ। মুম্বইয়ের আকাশে এবারের দিওয়ালিতে আর আইনত দেখা যাবে না ফানুস।

মুম্বইয়ে নিষিদ্ধ স্কাই ল্যান্টার্ন

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now