Gas Leak in Gujarat: রাসায়নিক গ্যাস লিক করে গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩ শ্রমিক
ট্রাকে করে আসা ওই সমস্ত রাসায়নিকযুক্ত ব্যারেলগুলো নামানো হচ্ছিল। এমন সময়ে কোন একটি ব্যারল লিক করে। তা থেকে রাসায়নিক বের হতে থাকে। সেই রাসায়নিক থেকেই আগুন জ্বলে ওঠে।
রাসায়নিক গ্যাস লিক (Chemical Leak) করে সাংঘাতিক অগ্নিকাণ্ড। প্রাণ গেল তিন কর্মীর। আহত আরও তিন। গুজরাটের (Gujarat) নবসারি জেলার বিলিমোরায় একটি গোডাউনে রাসায়নিকযুক্ত ব্যারেল থেকে গ্যাস লিক করে আগুন লেগে যায়। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে তিন কর্মীর। জানা যাচ্ছে, শনিবার সকাল ৯টা নাগাদ ট্রাকে করে আসা ওই সমস্ত রাসায়নিকযুক্ত ব্যারেলগুলো নামানো হচ্ছিল। এমন সময়ে কোন একটি ব্যারল লিক করে। তা থেকে রাসায়নিক বের হতে থাকে। সেই রাসায়নিক থেকেই আগুন জ্বলে ওঠে। আগুন ধরে যায় ট্রাকটিতেও। আগুনের লেলিহান শিখা মুহূর্তে গ্রাস করার চেষ্টা করে গোটা গোডাউন। কর্মীরাই খবর দেয় দমকলে। দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে।
অগ্নিকাণ্ডে মৃত ৩ শ্রমিক...