Karwa Chauth 2024: করবা চৌথের অন্য চিত্র, স্ত্রীয়ের পা ছুঁয়ে প্রণাম বিক্রান্তের, দেখুন
পুজো সেরে স্ত্রী শীতল ঠাকুর তার পায়ে হাত দিয়ে প্রণাম করতেই যা কাণ্ড ঘটালেন 'সেক্টর ৩৬' অভিনেতা, তা দেখে প্রশংসায় মঞ্চমুখ নেটবাসী।
স্বামীর দীর্ঘায়ু এবং মঙ্গলকামনা করে স্ত্রীয়েরা করবা চৌথ (Karwa Chauth 2024) করে থাকেন। সারাদিন উপবাস করে সন্ধ্যায় চাঁদের মুখ দেখে তারপর স্বামীর হাতে প্রথম জল খেয়ে উপোস ভাঙেন স্ত্রীয়েরা। স্বামীদের জন্যে করবা চৌথ করেন বলিউড সুন্দরীরাও। রবিবার বলিপাড়ায় করবা চৌথের ঢল নেমেছিল। নানা ছবি ভিডিয়ো তুলে ধরেছেন তারকারা। তবে করবা চৌথে অন্য চিত্র দেখা গেল অভিনেতা বিক্রান্ত মেসির ক্ষেত্রে। পুজো সেরে স্ত্রী শীতল ঠাকুর তার পায়ে হাত দিয়ে প্রণাম করতেই যা কাণ্ড ঘটালেন 'সেক্টর ৩৬' অভিনেতা, তা দেখে প্রশংসায় মঞ্চমুখ নেটবাসী। এদিন স্ত্রীয়ের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গিয়েছে বিক্রান্তকেও।
আরও পড়ুনঃ সিঁথিতে সিঁদুর মাথায় ঘোমটা, স্বামী নিকের হাতে উপোস ভাঙলেন প্রিয়াঙ্কা
বিক্রান্ত-শীতলের করবা চৌথ...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)