Rajkumar Santoshi: ১০ লাখ টাকার চেক বাউন্স, বলিউড পরিচালক রাজকুমার সন্তোষিকে জেলের সাজা

পরিচালক রাজকুমার সন্তোষি (Rajkumar Santoshi)-কে দু বছরের সশ্রম কারাদণ্ড দিল গুজরাটের জামনগরের আদালত।

Jail, Representational Image (Photo Credit: Pixabay)

সানি দেওলের 'ঘায়েল', 'দামিনি' থেকে অক্ষয় কুমারের 'খাকি', রণবীর কাপুরের 'আজব প্রেম কী গাজব কাহিনি'-সিনেমার পরিচালক রাজকুমার সন্তোষি (Rajkumar Santoshi)-কে দু বছরের সশ্রম কারাদণ্ড দিল গুজরাটের জামনগরের আদালত। এক চেক বাউন্স মামলায় জেল হল রাজকুমার সন্তোষি-র। 'জেলের পাশাপাশি চেক বাউন্স হওয়া অর্থের দ্বিগুণ টাকা শাস্তি হিসেবে দিতে হবে বলিউডের এই বিখ্যাত চিত্র নির্মাতা-কে। ২০১৫ সালে এক সিনেমা তৈরির জন্য জামনগরের অশোক লাল নামের এক জাহাজের কোম্পানির মালিকের থেকে এক কোটি টাকা ধার হিসেবে নিয়েছিলেন রাজকুমার সন্তোষি। সেই ধার মেটানোর জন্য ১০ লক্ষ টাকার একটি চেক দিয়েছিলেন তিনি। ২০১৬ সালের ডিসেম্বরে সেই চেক বাউন্স করে। এরপর আর তিনি কোনও টাকা দেননি। তারপরই অশোক লাল আলাদতের দ্বারস্থ হন।

লাহোর ১৯৪৭' নামের এক বড় সিনেমার প্রজেক্টের কাজে ব্যস্ত সন্তোষি।

দেখুন খবরটি

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement