Pariah: "ফুটপাতের কুকুরদের দেশ নেই " তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবিতে অন্য লুকে বিক্রম চট্টোপাধ্যায় (দেখুন)
“ফুটপাতের কুকুরদের দেশ নেই, ভোটার নেই, আধার কার্ড নেই, নেই কোনও পরিচয়। শুধু একজন মানুষ আছে, যে সমস্ত পারিয়াদের হয়ে রুখে দাঁড়াবে, চিৎকার করবে আর বলবে ‘যতটা রক্ত ওদের ঝরেছে,ততটাই রক্ত ঝরবে, যতগুলো ঘা ওদের মেরেছ, ততটাই মার পড়বে’।
সোশ্যাল মিডিয়ায় সামনে এল একটি রক্তাক্ত মোশন পোস্টার। একটি ছোট্ট কুকুর ছানাকে কোলে নিয়ে ধারালো অস্ত্র হাতে সাংঘাতিক হিংস্র চেহারায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়।এমনভাবে তাঁকে আগে কেউ কোনওদিন দেখেননি। ছবিতে মেঝে ভরে আছে রক্তে। কোথাও কেটে ফেলে রাখা মানুষের পা, কোথাও আস্ত শরীর।শয়ে শয়ে সারমেয় বন্দি খাঁচায়।
এই মোশন পোস্টারটি ‘পারিয়া’ ছবির। যে ছবিটি পরিচালনা করেছেন অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায়। নিজের ফেসবুক প্রোফাইলে সেই পোস্টার শেয়ার করলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। আর লিখলেন-
ফুটপাতের কুকুরদের দেশ নেই ,ভোটার নেই, আধার নেই,নেই কোনো পরিচয় ।শুধু একজন মানুষ আছে, যে সমস্ত পারিয়াদের হয়ে রুখে দাঁড়াবে,চিৎকার করবে,বলবে "যতটা রক্ত ওদের ঝরেছে,ততটাই রক্ত ঝরবে,যতগুলো ঘা ওদের মেরেছ ততটাই মার পড়বে"।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)