Oscars 2024 Best Director Award: ২২ বছরের অস্কার খরা কাটিয়ে ওপেনহাইমারের জন্য সেরা পরিচালকের প্রথম অস্কার ক্রিস্টোফার নোলানের(দেখুন টুইট)

ইবছর অস্কারের দৌড়ে অন্যতম উল্লেখযোগ্য প্রতিন্ধন্দ্বী ছিল ওপেনহাইমার। পাশাপাশি ছিল, 'কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন', 'বার্বি'-র মতো ছবিও। তবে সবাইকে পিছনে ফেলে, 'ওপেনহাইমার' নিজের ঝুলিতে পুরেছে সাত সাতটি অ্যাওয়ার্ড।

Christopher-Nolan-Wins-Best-Director-At-Oscars-2024

সারা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম অস্কার অ্যাওয়ার্ড।২০২৪ সালে সেই আন্তর্জাতিক সম্মানের ৯৬তম বছর। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে প্রতি বছরের মত এবারেও বসেছিল এর আসর। সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমী মানুষদের নজর ছিল কোন বিভাগে কোন ছবিটি পেল শ্রেষ্ঠত্বের শিরোপা। এইবছর অস্কারের দৌড়ে অন্যতম উল্লেখযোগ্য প্রতিন্ধন্দ্বী ছিল ওপেনহাইমার। পাশাপাশি ছিল, 'কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন', 'বার্বি'-র মতো ছবিও। তবে সবাইকে পিছনে ফেলে, 'ওপেনহাইমার' নিজের ঝুলিতে পুরেছে সাত সাতটি অ্যাওয়ার্ড।এখনও পর্যন্ত মোট পাঁচ অস্কারের মঞ্চে সেরা পরিচালকের পুরস্কার হাতছাড়া হয়েছে নোলানের। সমালোচকদের মতে, এইবার সবচেয়ে এগিয়ে তিনিই। সেই জল্পনাকে সত্যি করে ২২ বছরের অস্কার খরা কাটিয়ে চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলান পেয়েছেন সেরা নির্দেশকের পুরস্কার।

 

 

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)