National Film Awards 2024: আমি তো কেবল ছবির মুখ, কান্তারার জন্যে জাতীয় পুরস্কার জিতে কৃতিত্ব কাকে দিলেন ঋষভ

'কান্তারা'-য় দুরন্ত অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারের মুকুট উঠল ৪১ বছরের ঋষভের মাথায়। তবে সেরা অভিনেতা পুরস্কারের প্রাপক হয়েও সেরা অভিনেতার কৃতিত্ব নিজের কাছে রাখতে নারাজ তিনি।

Rishab Shetty (Photo Credits: ANI)

চলতি বছর জাতীয় পুরস্কারে দক্ষিণের সিনেমার জয়জয়কার। ৭০'তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে (National Film Awards 2024) সেরা সিনেমা থেকে শুরু করে সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী সবই গেল দক্ষিণের ঝুলিতে। সেরা অভিনেতার পুরস্কার পেলেন ঋষভ শেঠি (Rishab Shetty)। 'কান্তারা'-য় (Kantara) দুরন্ত অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারের মুকুট উঠল ৪১ বছরের ঋষভের মাথায়। তবে সেরা অভিনেতা পুরস্কারের প্রাপক হয়েও সেরা অভিনেতার কৃতিত্ব নিজের কাছে রাখতে নারাজ তিনি। বললেন, 'আমি কেবলই ছবির মুখ। এটা সম্ভব হয়েছে আমার পুরো টিমের কারণে'। প্রডাকশন হাউস, ডিওপি, টেকনিশিয়ান, কান্তারা-র সঙ্গে যুক্ত প্রতিটা ব্যক্তিকে ধন্যবাদ জানালেন ঋষভ। পাশাপাশি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্যানেলকেও ধন্যবাদ জানালেন এই ছবিকে স্বীকৃতি দেওয়ার জন্যে। নিজের এই সাফল্য সমস্ত কর্ণাটকবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করলেন দক্ষিণী তারকা।

আরও পড়ুনঃ জাতীয় পুরস্কারে দক্ষিণের জয়জয়কার, কৌশিক গাঙ্গুলির কাবেরী অন্তর্ধান সেরা বাংলা সিনেমা, সেরা গায়ক অরিজিত সিং

দেখুন কী বললেন ঋষভ... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)