Elvish Yadav: পহেলগামে জঙ্গি হামলায় নিহত নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশি এলভিশের বান্ধবী ছিলেন, তথ্য সামনে আনলেন ইউটিউবার

জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় নিহত ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশি তাঁর বান্ধবী ছিলেন। দিল্লির হংসরাজ কলেজে এলভিশের সহপাঠী ছিলেন হিমাংশি।

Elvish Yadav Reveals Killed Navy Officer Vinay Narwal's Wife Himanshi was his College Mate (Photo Credits: YouTube, X)

ইউটিউবার এবং বিগ বস ওটিটি ২-এর বিজেতা এলভিশ যাদব (Elvish Yadav) জানালন, জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় নিহত ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের (Vinay Narwal) স্ত্রী হিমাংশি তাঁর বান্ধবী ছিলেন। দিল্লির হংসরাজ কলেজে এলভিশের সহপাঠী ছিলেন হিমাংশি। পহেলগামের বৈসরন উপত্যকায় ঘটে যাওয়া জঙ্গি হামলার নিন্দা এবং স্বজনহারাদের প্রতি সমবেদনা জানিয়ে সদ্য নিজের ইউটিউব চ্যালেন থেকে একটি ভিডিও পোস্ট করেছেন বিগবস বিজেতা। আর সেখানেই তিনি নিহত ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশির প্রসঙ্গ তোলেন। এলভিশ জানান, কলেজে একসঙ্গে তাঁরা বহু সময় কাটিয়েছেন। মেট্রোতে যাতায়াতও করতেন তাঁরা একসঙ্গে। তিনি এও জানান, হিমাংশির ফোন নম্বরও তাঁর কাছে আছে। এলভিশের কথায়, 'ঘটনাটি জানার পর স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি তাঁকে ফোন করিনি কারণ এই সময়ে তাঁর পক্ষে ফোন ধরে কথা বলা সম্ভব নয়'।

নিহত ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশি এলভিশের বান্ধবীঃ

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement