Tom Cruise Offered Hand To Jannat Zubair Video: জন্নতের দিকে হাত বাড়ালেন টম ক্রুজ, তুলে আনলেন নায়িকাকে, ভাইরাল ভিডিয়ো

Tom Cruise , Jannat Zubair (Photo Credit: X/Screengrab)

জন্নত জুবেরকে  (Jannat Zubair) হাত ধরে কানের রেড কার্পেট (Cannes 2025) থেকে সুবজ গালিচায় তুলে নিলেন টম ক্রুজ (Tom Cruise )। এবার এমনই একটি ভিডিয়ো ভাইরাল হল হু হু করে। যেখানে অভিনেত্রী জন্নত জুবের কানের রেড কার্পেটে থাকাকালীন তাঁকে হাত ধরে পাশে সরিয়ে আনেন টম ক্রুজ। ২৩ বছর বয়সী ভারতীয় অভিনেত্রীকে যেভাবে আগলে ক্যামেরার সামনে থেকে সরিয়ে আনেন টম ক্রুজ, তা দেখে আপ্লুত তাঁর দুনিয়ভরের অনুরাগীরা। শুধু তাই নয়, জন্নত জুবেরের সঙ্গে দাঁড়িয়ে একেবারে ভারতীয় নায়কের মত করে হাত জোড় করে নমস্কারও জানান টম ক্রুজ। সেই সঙ্গে জন্নত জুবেরের পাশে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ়ও দিতে দেখা যায় এই হ্যান্ডসাম হাঙ্ককে।  জন্নতের সঙ্গে টম ক্রুজের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল (Viral Video)  হয়ে যায়।

আরও পড়ুন: Aishwarya Is In Cannes, Abhishek Dines With Diana Penty? কানের ঐশ্বর্যর যাদু, রাই যখন ফ্রান্সে, মুম্বইতে ডায়না পেন্টির সঙ্গে ডিনারে অভিষেক? ছবি দেখে গুঞ্জন

দেখুন জন্নত জুবেরকে কীভাবে হাত ধরে তুলে আনলেন টম ক্রুজ...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement