Uorfi Javed On Religion Video: 'আমি কি ইসলামের ঠেকা নিয়ে বসে আছি?' ধর্ম নিয়ে সরব ঊরফি জাভেদ

Uorfi Javed (Photo Credit: Instagram)

'আমি কি ইসলামের ঠেকা নিয়ে বসে আছি? আমি তো কখনও বলিনি যে আমি ইসলামের ঠেকা নিয়ে বসে আছি। আমি ধর্মে বিশ্বাস করি না, এ কথা বহুবার বলেছি। তা সত্ত্বেও তোমার লজ্জা হওয়া উচিত, মুসলিম হয়ে এই ধরনের পোশাক পরো বলে একাধিক কটাক্ষ করা হয়।' এবার ধর্ম নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন ঊরফি জাভেদ। অভিনেত্রী বলেন, তিনি কখনও বলেননি যে তাঁকে মুসলিম গুরু হতে হবে। তা সত্ত্বেও তাঁকে নিয়ে নানা ধরনের কুমন্তব্য করা হয় কেনো বলে প্রশ্ন তোলেন ঊরফি জাভেদ। মুসলিম হয়ে যখন কেউ প্রকাশ্যে স্ত্রীকে 'তালাক' দেন, তাঁকে কেউ কটাক্ষ করে না। কেউ যখন মুসলিম হয়ে স্ত্রীকে মারধর করেন, তখনও কাউকে কিছু বলা হয় না বলে সমস্ত ধর্মের বিরুদ্ধে সরব হন ঊরফি জাভেদ।

আরও পড়ুন: Pathaan: শাহরুখের 'পাঠান'-এর সাফল্যের পর 'হিন্দু-মুসলিম' প্রসঙ্গে ট্যুইট কঙ্গনার, পালটা ঊরফি

 

View this post on Instagram