Tunisha Sharma Death: 'শেহজানের প্রতারণা ধরে ফেললে, ও তুনিশাকে চড় মারে', বিস্ফোরক প্রয়াত অভিনেত্রীর মা
তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত্যুর কয়েকদিন পর এবার সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রয়াত অভিনেত্রীর মা। তুনিশা শর্মার মা অভিযোগ করেন, দাস্তান-ই-কাবুলের মেক আপ রুম থেকে যখন তুনিশাকে উদ্ধার করা হয়, তখন শেহজান তাঁকে সেখান থেকে বের করে হাসপাতালে নিয়ে যান কিন্তু অ্যাম্বুলেন্স ডাকেননি। তুনিশাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন প্রয়াত অভিনেত্রীর মা। এসবের পাশাপাশি ভনিতা শর্মা আরও অভিযোগ করেন, শেহজান খানের প্রতারণা ধরে ফেললে, ওঁ তুনিশাকে চড় মারেন। তুনিশাকে হিজাব পরতে শেহজান খান (sheezan Khan) বাধ্য করেন বলেও অভিযোগ করেন প্রয়াত অভিনেত্রীর মা। সেই সঙ্গে তুনিশা শর্মার মৃত্যুতে পূর্ণাঙ্গ তদন্ত হলে, সমস্ত কিছু ধরা পড়বে বলে দাবি করেন প্রয়াত অভিনেত্রীর মা। প্রসঙ্গত এর আগে তুনিশা শর্মার কাকা পবন শর্মাও অভিযোগ করেন, শেহজান তাঁর ভাইজিকে হিজাব পরতে বাধ্য করতেন। তুনিশার কাকার পর এবার তাঁর মা-ও সেই একই অভিযোগে সরব হলেন।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)