Akshay Kumar Celebrates His 54th Birthday On September 9: মায়ের মৃত্যুর পরের দিন তাঁর ৫৪-তম জন্মদিন, কী বললেন অক্ষয় কুমার?
গতকালই হারিয়েছেন মা অরুণা ভাটিয়াকে৷ আজ ৫৪-তম জন্মদিনে সদ্য মা হারানো অক্ষয় কুমার (Akshay Kumar) টুইটারে শেয়ার করলেন এক মর্মস্পর্শী নোট৷ যেখানে লিখলেন, “এভাবে জন্মদিনের উদযাপন কখনওই পছন্দের ছিল না৷
গতকালই হারিয়েছেন মা অরুণা ভাটিয়াকে৷ আজ ৫৪-তম জন্মদিনে সদ্য মা হারানো অক্ষয় কুমার (Akshay Kumar) টুইটারে শেয়ার করলেন এক মর্মস্পর্শী নোট৷ যেখানে লিখলেন, “এভাবে জন্মদিনের উদযাপন কখনওই পছন্দের ছিল না৷ তবে আমি জানি, মা উপর থেকে আমায় আশীর্বাদ করছেন৷ একই সঙ্গে জন্মদিনের (Akshay Kumar 54th Birthday Celebration) শুভেচ্ছাও জানাচ্ছেন৷ আমার পরিবারের প্রতি সমবেদনা, ও আজকের শুভেচ্ছার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ৷ জীবন তো চলতেই থাকে৷” ৮ সেপ্টেম্বর মারা গেছেন অক্ষয় কুমারের মা৷ আর আজ ৯ সেপ্টেম্বর অক্ষয়ের জন্মদিন৷ বিষাদের ছোঁয়াতেই অভিনেতার দিন কাটছে৷ আরও পড়ুন-Uttar Pradesh Shocker: বাঁদরের আক্রমণ থেকে বাঁচতে দোতলা থেকে ঝাঁপ, মৃত বিজেপি নেতার স্ত্রী
নিজের জন্মদিনে মাকে স্মরণ করলেন অক্ষয় কুমার
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)