Allu Arjun Arrives in Mumbai: দীপিকার সঙ্গে প্রথমবার জুটিতে অল্লু, ছবির ঘোষণা হতেই মুম্বইয়ে হাজির তেলুগু সুপারস্টার
পরিচালক অ্যাটলির আসন্ন ছবিতে প্রথমবার জুটিতে দেখা যাবে অল্লু এবং দীপিকাকে। দীপিকার সঙ্গে অল্লুর জুটি বাঁধার খবর সামনে আসতেই সোমবার মুম্বইয়ে হাজির হয়েছেন দক্ষিণী তারকা। অল্লুর এদিনের লুক ছিল এক্কেবারে মারকাটারি।
এবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন (Allu Arjun) এবং দীপিকা পাড়ূকোন (Deepika Padukone)। পরিচালক অ্যাটলির (Atlee) আসন্ন ছবিতে প্রথমবার জুটিতে দেখা যাবে অল্লু এবং দীপিকাকে। 'পুষ্পা ২'র (Pushpa 2) পর এবার অ্যাটলির আগামী ছবি AA22xA6-তে কাজ করতে চলেছেন অল্লু। অন্যদিকে মেয়ে হওয়ার পর কাজে ফিরছেন দীপিকা। ইতিমধ্যেই সন্দীপ রেড্ডি ভঙ্গার আগামী ছবি ‘স্পিরিট’ (Spirit) থেকে বাদ পড়েছেন নায়িকা। পেশাজীবন এবং ব্যক্তিজীবনে ভারসাম্য রাখার জন্যে ৮ ঘণ্টার বেশি কাজ করতে নারাজ রণবীর ঘরণী। আর সেই কারণেই সন্দীপের স্পিরিট হাতছাড়া হয়েছে তাঁর। তবে অ্যাটলি ভরসা রেখেছেন নায়িকার উপর। এর আগে জওয়ান ছবিতেও কাজ করেছেন তাঁরা। দীপিকার সঙ্গে অল্লুর জুটি বাঁধার খবর সামনে আসতেই সোমবার মুম্বইয়ে হাজির হয়েছেন দক্ষিণী তারকা। অল্লুর এদিনের লুক ছিল এক্কেবারে মারকাটারি। তবে কী শুটিংয়ের জন্যেই অল্লুর মুম্বই যাত্রা!
আরও পড়ুনঃ তৈরি হয়ে গিয়েছে রণবীর আলিয়ার নতুন বাড়ি, ২৫০ কোটির অট্টালিকার ঝলক দেখুন
মুম্বইয়ে অল্লুঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)