China : অশ্লীল মেসেজ পাঠিয়ে উত্যক্ত, বসকে পেটালেন মহিলা কর্মী, ভাইরাল ভিডিয়ো

বসকে মপ দিয়ে মার মহিলা কর্মীর

হংকং, ১৫ এপ্রিল : একের পর এক অশ্লীল মেসেজ, অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগে বসকে ঘর মোছার মপ দিয়ে পেটালেন এক মহিলা (Women)। সেই ভিডিয়ো আপাতত ভাইরাল অন্তর্জালে।

ঘটনাস্থল চিন (China)। সেখানকারই এক সরকারি অফিসের উচ্চ পদস্থ কর্তা (নাম ওয়াং) দীর্ঘদিন ধরে অফিসের মহিলা কর্মীদের অশ্লীল মেসেজ পাঠাতেন বলে অভিযোগ। অশ্লীল মেসেজের পাশাপাশি অফিসে এলেই মহিলাদের দিকে তাকিয়ে ওই ব্যক্তি বিভিন্ন অঙ্গভঙ্গিও করতেন বলে অভিযোগ।

আরও পড়ুন  :  COVID 19 In Mumbai : পাঁচতারা হোটেলে চিকিৎসা হবে কোভিড রোগীদের, নির্দেশ স্বাস্থ্য দপ্তরের

দীর্ঘদিন ধরে ওই কুকীর্তির পর অফিসের পদস্থ কর্তাকে মপ দিয়ে পেটাতে শুরু করেন এক মহিলা কর্মী (নাম জাউ)। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

দেখুন...

ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওয়াংকে মারধরের সময় তিনি হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলেন। আর কখনও তিনি অফিসের মহিলা কর্মীদের সঙ্গে কুকীর্তি করবেন না বলেও মাফ চেয়ে নেন।



@endif