IPL Auction 2025 Live

MS Dhoni: বিজেপিতে যোগ দিতে চলেছেন এম এস ধোনি? সোশ্যাল মিডিয়া জুড়ে চরম জল্পনা

দীর্ঘ ১৬ বছরের কেরিয়ারে ইতি টেনে আন্তর্জাতিক ক্রিকেটকে (International cricket) বিদায় জানালেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। ভারতীয় দলের জার্সিতে আর মাঠে দেখা যাবে না প্রাক্তন ভারত অধিনায়ককে। অবসরের কথা নিজেই জানান ইনস্টাগ্রামে। তাঁর অবসরে শুধু দেশ নয়, গোটা বিশ্ব থেকে তাঁর উদ্দেশ্যে ভেসে আসছে আবেগঘন, মন খারাপের বার্তা।অবসরের পর কী করবেন তিনি? তবে এর মধ্যে জল্পনাও তৈরি হল, তবে কি এবার বিজেপিতে যোগ দিচ্ছেন ধোনি?

অমিত শাহের সঙ্গে এম এস ধোনি (Photo Credits: ANI)

দীর্ঘ ১৬ বছরের কেরিয়ারে ইতি টেনে আন্তর্জাতিক ক্রিকেটকে (International Cricket) বিদায় জানালেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। ভারতীয় দলের জার্সিতে আর মাঠে দেখা যাবে না প্রাক্তন ভারত অধিনায়ককে। অবসরের কথা নিজেই জানান ইনস্টাগ্রামে। তাঁর অবসরে শুধু দেশ নয়, গোটা বিশ্ব থেকে তাঁর উদ্দেশ্যে ভেসে আসছে আবেগঘন, মন খারাপের বার্তা।

অবসরের পর কী করবেন তিনি? তবে এর মধ্যে জল্পনাও তৈরি হল, তবে কি এবার বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন ধোনি? ধোনির সম্ভাব্য রাজনীতিতে প্রবেশ নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। নেটিজেনদের একাংশ মনে করছে, বিজেপিতে যোগ দিতে চলেছেন ধোনি। কেউ কেউ তো তাঁকে এখন থেকেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদের প্রধান দাবিদার হিসেবেও তুলে ধরছেন। ধোনির পর অবসর গ্রহণের কথা জানান সুরেশ রায়নাও। নেটিজেনদের একাংশের দাবি, আবার কেউ কেউ তো এমনও দাবি করেছেন যে, শুধু ধোনি নন, বিজেপিতে যোগ দেবেন সুরেশ রায়নাও। যদিও, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ধোনি এখনও পর্যন্ত কিছুই বলেননি। আরও পড়ুন, 'তোমাকে আর তোমার সাধনাকে নিয়ে গর্বিত', ধোনিকে লিখলেন স্ত্রী সাক্ষী

 

 

ভারতীয় ক্রিকেটের সর্বাধিক সফল অধিনায়ক হিসাবে অবসর নিলেন ধোনি। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ এবং ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তাঁর নেতৃত্বে জিতেছে ভারত। সর্বশেষ ২০১৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছেন তিনি। ওই ম্যাচে ভারত নিউজিল্যান্ডের কাছে হেরেছিল। আসন্ন আইপিএল-এ তিনি খেলবেন। ইতিমধ্যেই তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন। তাঁর অবসরে স্ত্রী সাক্ষী ইনস্টাগ্রামে লেখেন, ‘‘যা তুমি অর্জন করেছ, তাই নিয়ে তোমার গর্ব করা উচিত। অনেক অভিনন্দন, যে তোমার খেলাকে তুমি তোমার সেরাটা দিয়েছ। আমি তোমাকে আর তোমার সাধনাকে নিয়ে গর্বিত। তোমার সব চেয়ে কাছের জিনিসটাকে বিদায় জানানোর জন্য চোখের জল জমিয়ে রেখেছিলে তুমি, এ বিষয়ে আমি নিশ্চিত।’’