Viral Video: সোশ্যাল মিডিয়ায় হাউ হাউ করে কেঁদে ভাসালেন মোনালি ঠাকুর!

শ্যুটিংয়ের মাঝখানে হঠাৎ হাউ হাউ করে কাঁদলেন জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর (Singer Monali Thakur)? আবার সেই কাঁদার পর্বের মুহূর্ত ভিডিও করলেন। শুধু তাই নয়, নিজেই সেই ভিডিও ছড়িয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। নিমেষেই ভাইরাল হল সেই ভিডিও।

হাউ হাউ করে কেঁদে ভাসালেন মোনালি ঠাকুর (Photo Credits: Instagram)

শ্যুটিংয়ের মাঝখানে হঠাৎ হাউ হাউ করে কাঁদলেন জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর (Singer Monali Thakur)? আবার সেই কাঁদার পর্বের মুহূর্ত ভিডিও করলেন। শুধু তাই নয়, নিজেই সেই ভিডিও ছড়িয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। নিমেষেই ভাইরাল হল সেই ভিডিও।

কিন্তু কেন হঠাৎ এমনটা করতে গেলেন গায়িকা? নিজের কাঁদার যে ভিডিওটি তিনি নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে, ভিডিওটি শুরু হচ্ছে কান্না দিয়ে। কাঁদতে কাঁদতে তিনি বলছেন," যাক বাবা শ্যুটিং শেষ।" একথা বলেই হাসতে থাকেন তিনি। তারপর বলেন, "নাটকটাও ভাল করে হয় না আমাকে দিয়ে।" তারপরই শিস বাজিয়ে নিজের সঙ্গের বান্ধবীকে নিয়ে ভিডিও পোস্ট করে তিনি লেখেন, "যাইহোক। জিরো ডিগ্রিতে ব্যাকলেস জামা পরে শ্যুটিং করলে সোজা মাথায় গিয়ে আঘাত করে। আমার ব্রেইন আর শরীর জমে গিয়েছে। কিন্তু আমি তাও সুপার এক্সসাইটেড আমাদের কাজটা নিয়ে।" তবে তিনি কোন শ্যুটিংয়ের সময় ওই ভিডিও রেকর্ড (Video Record) করা হয়েছে তা বলতে শোনা যায়নি গায়িকাকে। আরও পড়ুন: 1kg Onion Free On Purchasing Smartphone: স্মার্টফোন কিনলেই ১ কেজি পেঁয়াজ ফ্রি!

 

View this post on Instagram

 

Well! Shooting in zero degrees the whole night wearing a backless and sleeveless gown probably has a direct effect on ones brain.. mine clearly did! 😛 .. brain and body frozen but super excited for all the things we are working on! 🤗🥰. Super enthu team working from every where.. Thank you sooooo much!! . . . #monalithakur #monali #drama #getting #ready #for #shoot #day #2 #paris #amazing #team #new #music #musicvideo #love #my #job #grateful #dramaqueen #got #tired #sleepless

A post shared by Monali Thakur (@monalithakur03) on

নিজের গানের গলার জন্য তিনি বিখ্যাত। তবে তাঁর শিশুসুলভ আচরণ তাঁকে সকলের কাছে আরও প্রিয় পাত্রী করে তুলেছে। বিদেশি বয়ফ্রেন্ডের (Boy Friend) সঙ্গে চুটিয়ে প্রেম থেকে শুরু করে জীবনের সব কিছু নিয়েই খোলামেলা সুমধুর কণ্ঠের গায়িকা।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now