Viral Video: বিয়ের আসরে ফিটনেস সচেতন বর ও কনের পুশ-আপ, ভাইরাল ভিডিয়ো
লকডাউনে বাড়ি থেকে কাজ করার ফলে হাঁটাচলা, দৌড়ঝাঁপ অনেকটাই কমে গিয়েছে। আর তার কারণে শরীরে বেড়েছে মেদ। কয়েকদিন ধরেই ভাবছেন শরীরচর্চা শুরু করবেন। তা হলে আপনাকে অনুপ্রাণিত করতে পারে এই ভিডিয়োটি। যেখানে বিয়ের আসরে ফিটনেস সচেতন বর ও কনে পুশ-আপ (Push-up) করছেন। আর সেই ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল (Viral Video)।
লকডাউনে বাড়ি থেকে কাজ করার ফলে হাঁটাচলা, দৌড়ঝাঁপ অনেকটাই কমে গিয়েছে। আর তার কারণে শরীরে বেড়েছে মেদ। কয়েকদিন ধরেই ভাবছেন শরীরচর্চা শুরু করবেন। তা হলে আপনাকে অনুপ্রাণিত করতে পারে এই ভিডিয়োটি। যেখানে বিয়ের আসরে ফিটনেস সচেতন বর ও কনে পুশ-আপ (Push-up) করছেন। আর সেই ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল (Viral Video)।
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিয়োতে, বর-কনেকে তাঁদের বিয়ের পোশাকেই পুশ-আপ করতে দেখা যায়। কনে সেজেছেন লাল লেহেঙ্গায়, সঙ্গে ভারী গয়না। অন্যদিকে বর পরেছেন হালকা গোলাপি শেরওয়ানি পরেছেন, মাথায় রয়েছে পাগড়ি। আরও পড়ুন: Viral Video: পছন্দের গান চলেনি, বিয়ের মণ্ডপে রেগে আগুন তরুণী, ভাইরাল ভিডিয়ো
ভিডিয়োটি ইতিমধ্যেই কয়েক লাখ লোক দেখেছেন। অনেকেই এই ভিডিয়ো দেখে অবাক হয়ে যাচ্ছেন। অনেকেই বলেছে যে বিয়ের পোশাক করে পুশ-আপ করা সত্যিই কঠিন। আবার কেউ কেউ মন্তব্য করেছেন যে বিয়ের দিনে এই ধরনের জিনিসগুলি করা অপ্রয়োজনীয়।