Viral Video: পছন্দের গান চলেনি, বিয়ের মণ্ডপে রেগে আগুন তরুণী, ভাইরাল ভিডিয়ো
ছবি ভিডিয়ো থেকে নেওয়া

'পিয়া মোহে ঘর আয়ে'৷ এই গানটাই চালাতে হবে৷ না হলে বিয়ের মণ্ডপে হাজির হবেন না৷ এভাবেই জেদ ধরে মণ্ডপের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শিবানী পিপেল নামে এক তরুণীকে৷ কি অবাক লাগছে শুনতে? তাহলে খুলেই বলা যাক বিষয়টি৷

সম্প্রতি একটি ভিডিয়ো (Video) ঘিরে নেটিজেনদের মধ্যে জোর শোরগোল শুরু হয়ে যায়৷ যেখানে শিবানী পিপেল নামে এক তরুণীকে দেখা যায়, বিয়ের (Wedding) মণ্ডপে হাজির হতে হতেও থেমে যান৷ তিনি মণ্ডপে প্রবেশের সময় যে গান চালাোনর কথা ছিল, তা না চালানো হলে, তিনি সেখানে যাবেন না৷ বাড়ির লোক অনেক বুঝিয়েও শিবানীকে বিয়ের মণ্ডপে নিয়ে যেতে পারেননি৷

আরও পড়ুন: Viral Video: ফুচকার জলে প্রস্রাব মিশিয়ে বিক্রি, পাকড়াও বিক্রেতা, ভাইরাল ভিডিয়ো

 

View this post on Instagram

 

এমনকী, বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে শিবানীকে বলতে শোনা যায়, 'পিয়া মোহে ঘর আয়ে' চালাতে বলো৷ না হলে আমি যাব না৷ বিয়ের মণ্ডপে যখন ঢুকব, তখন যাতে এই গান চালানো হয়, তা আগে থেকেই বলা ছিল৷ তা সত্ত্বেও নির্দিষ্ট ওই গানটি কেন চালানো হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন শিবানী৷ ওই ভিডিয়োটি প্রাকশ্যে আসার পর, তা নেটিজেনদের (Netizen) মন কেড়ে নেয়৷ এমনকী, ওই ভিডিয়োটি আপলোড হওয়ার পর ২ মিলিয়নের বেশি ভিউ হয়েছে বলেও জানা যায়৷