Viral Video: ম্যাচ চলাকালীন গ্যালারি বসে গুটখা চিবোচ্ছেন 'কানপুরিয়া', ভাইরাল ভিডিয়ো

কানপুরে স্টেডিয়ামে বসে থাকা ওই ব্যক্তির ভিডিয়ো ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে একের পর এক মিম তৈরি হতে শুরু করে। ওই ব্যক্তিকে কেউ পান বাহার ম্যান অফ দ্য ম্যাচ বলে মন্তব্য করেন। কেউ আবার বলতে শুরু করেন, আপনি যে কানপুরে থাকেন, তা তো জানতামই না।

Kanpur Man Viral (Photo Credit: Video Screen Grab)

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুর (Kanpur) এমনিতেই বিভিন্ন ধরনের তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ে মিম নিয়ে বিখ্যাত। এবার সেই মিম এবার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কারণটা অবশ্যই ভারত, নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ। ভারত, নিউজিল্যান্ড টেস্ট ম্যাচের সময়ই কানপুরের এক ব্যক্তির গুটখা চিবনোর দৃশ্য ভাইরাল হয়। বৃহস্পতিবার ভারত, নিউজিল্যান্ড ম্যাচের সময় গ্যালারিতে বসে এক ব্যক্তি গুটখা চিবোতে শুরু করেন। সেই ভিডিয়োই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

দেখুন সেই ভিডিয়ো...

কানপুরে স্টেডিয়ামে বসে থাকা ওই ব্যক্তির ভিডিয়ো ভাইরাল (Viral) হতেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে একের পর এক মিম তৈরি হতে শুরু করে। ওই ব্যক্তিকে কেউ পান বাহার ম্যান অফ দ্য ম্যাচ বলে মন্তব্য করেন। কেউ আবার বলতে শুরু করেন, আপনি যে কানপুরে থাকেন, তা তো জানতামই না। কেউ আবার বলতে শুরু করেন, এই ব্যক্তির ছবি প্রমাণ করে, ভারত, নিউজিল্যান্ড ম্যাচ কানপুর স্টেডিয়ামেই হচ্ছে।

আরও পড়ুন: Swara Bhasker: মা হচ্ছেন স্বরা ভাস্কর, 'অপেক্ষা সইছে না', বললেন অভিনেত্রী

নেটিজেনরা কী বলছেন দেখুন...

 

নেটিজেনরা বিভিন্ন মন্তব্য শুরু করেন...

 

সবকিছু  মিলিয়ে কানপুরের ওই ব্যক্তির ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে সামাজিক মাধ্যমে হাসির রোলও শুরু হয়ে যায়।



@endif