Sunil Bharala: দেশের সব হিন্দুদের তিনটি করে সন্তান নেওয়া উচিত, তারমধ্যে একটা অবশ্যই কন্যা সন্তান; বিস্ফোরক মন্তব্যে ভাইরাল মন্ত্রী সুনীল ভারালা
লখনউ, ৯ ডিসেম্বর: হাম দো, হামারে দো। সুখী দাম্পত্যের এই নীতিতে বিশ্বাসী নন উত্তরপ্রদেশের মন্ত্রী সুনীল ভারালা (UP Minister Sunil Bharala)। তাঁর বিশ্বাস হাম পাঁচ নীতিতে! অর্থাৎ স্বামী-স্ত্রী এবং ৩ সন্তান। সেই ৩ সন্তানের মধ্যে থাকতে হবে অবশ্যই একটি কন্যা সন্তান। দেশের হিন্দু সম্প্রদায়কে এই নীতি নিয়েই এগোতে পরামর্শ দিয়েছেন উত্তরপ্রদেশের মন্ত্রী সুনীল ভারালা। আর তাঁর এই বক্তব্যই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। সোরগোল পড়েছে দেশজুড়ে (India)।
তাঁর আরও বক্তব্য, দেশের জনসংখ্যা বৃদ্ধি ঠেকাতে এই সমাজের এখনই দরকার একটি নতুন নিয়ম নিয়ে আসার। যেখানে প্রতি পরিবারে দুটি করেই সন্তানের জন্ম দেওয়া যেতে পারে। দেশে এই মুহূর্তে বেশ কিছু হিন্দু পরিবারের সন্তান জন্ম দেওয়ার সংখ্যা কমে যাচ্ছে। কেউ কেউ তো আবার কেবলমাত্র একটা সন্তানেরই জন্ম দিচ্ছে। একদিকে তিনিই জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলছেন। আর একদিকে তিনিই বিধান দিচ্ছেন, হিন্দুদের তিনটি সন্তানের জন্ম দিতেই হবে। তাঁর কথায়, 'আমি ব্যক্তিগতভাবে মনে করি, হাম পাঁচ এর চিন্তাভাবনা চমৎকার। এই ভাবনা নিয়েই এগোনো উচিত মানুষের। সংসারে কমপক্ষে তিনটে সন্তানের জন্ম হবে। আর তারমধ্যে একটি কন্যাসন্তান অত্যাবশ্যক।' আরও পড়ুন: Teacher Asks For Sexual Favour: শারীরিক সম্পর্ক গড়লেই পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হবে, বললেন ছত্তিশগড়ের স্কুল শিক্ষক
উন্নাওকাণ্ডে (Unnao Case) নির্যাতিতার মৃত্যু নিয়েও সরব হতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর বক্তব্য, 'এখন তদন্ত চলছে। কালপ্রিটদের খুব শীঘ্রই শাস্তি দেওয়া হবে।' এদিকে দেশের ৭৩ তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাল দুর্গ থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়ও বলেছিলেন, জনসংখ্যা বিস্ফোরণে বিপদ সম্পর্কেও জাতিকে পরামর্শ দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, "একটি ছোট পরিবার পরিকল্পনা করা দেশপ্রেমের অভিব্যক্তি।"