Mann Ki Baat 100th Episode: 'মন কি বাত'-এর সেঞ্চুরি উপলক্ষে অপূর্ব সৃষ্টি সুদর্শন পট্টনায়েকের, দেখুন পুরীর সমুদ্র সৈকতের ভিডিয়ো
আগামী ৩০ এপ্রিল রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত-এর ১০০তম এপিসোড অনুষ্ঠিত হতে চলেছে। সেই উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পুরী: আগামী ৩০ এপ্রিল রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) মন কি বাত (Mann Ki Baat)-এর ১০০তম এপিসোড (100th episode) অনুষ্ঠিত হতে চলেছে। সেই উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মধ্যে শুক্রবার প্রধানমন্ত্রীর মাসিক অনুষ্ঠানের সেঞ্চুরি উপলক্ষে পুরীর সমুদ্র সৈকতে (Puri Sea Beach) বালি (sand) দিয়ে অপূর্ব সুন্দর শিল্পকর্মের (sculpture) সৃষ্টি করলেন ওডিশার (Odisha) বিশ্বখ্যাত বালুকাশিল্পী সুদর্শন পট্টনায়েক (Sand artist Sudarsan Pattnaik)। যার ভিডিয়ো (video) সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই ভাইরাল (viral) হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পরেই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠান শুরু করেছিলেন নরেন্দ্র মোদি। আজ ৯ বছর পেরিয়ে যাওয়ার পরে সেই অনুষ্ঠানের জনপ্রিয়তা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা গেছে, ২৩ কোটি মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে দেখেন। আরও পড়ুন: Maharashtra Shocker: মিষ্টির জন্য নিমন্ত্রিত অতিথিদের মধ্যে মারামারির জেরে রণক্ষেত্র বিয়েবাড়িতে, জখম ইভেন্ট ম্যানেজার-সহ একাধিক
দেখুন ভিডিয়ো: