Panchkula Police Surprises with a Birthday Cake: লকডাউনে প্রবীণের জন্য জন্মদিনের কেক নিয়ে হাজির পুলিশ, কেঁদেই ফেললেন খুশিতে

একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, পঞ্চকুলার পুলিশ আধিকারিকরা করণ পুরী নামে এক বয়স্ক নাগরিকের জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করে। ভিডিওটিতে দেখা যায়, পঞ্চকুলার এই প্রবীণ বাসিন্দার অনুভূতি দেখে সবাই আপ্লুত। ইনি প্রথমে বিভ্রান্ত হয়েছিলেন, কেন তাঁর গেটে পুলিশ রয়েছেন তবে পরে তিনি আনন্দিত হয়ে কেঁদেই ফেললেন। এরপরই আবার তাঁকে হাসতে দেখা যায় কারণ তিনি তাঁর জন্মদিনে এমন অবাক করা ঘটনায় খুবই আনন্দিত হন! পুলিশ আধিকারিকরা তাঁকে জন্মদিনের ক্যাপ পরিয়ে কেক কাটতে অনুরোধ করেন।

লকডাউনে প্রবীণের জন্য জন্মদিনের কেক নিয়ে হাজির পুলিশ (Photo Credits: Twitter)

লকডাউন অবস্থায় রয়েছে গোটা দেশ। বন্ধ দেশের সমস্ত উৎসব। বাড়িতে থেকেই উৎসব পালন করছে দেশবাসী। এরই মধ্যে মন জয় করল পঞ্চকুলা পুলিশ (Panchkula Police)। প্রবীণ নাগরিকদের কোভিড -১৯ এর ঝুঁকি থেকে বাঁচতে অতিরিক্ত যত্ন নিতে বলা হয়। তাই বলে নিজেদের জীবনের শেষদিনগুলির একাকীত্বে কাটাতে কার ভালো লাগে! তাই লকডাউনের মধ্যে অভিনব ঘটনা ঘটিয়ে নজির গড়ল পুলিশ।

একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, পঞ্চকুলার পুলিশ আধিকারিকরা করণ পুরী নামে এক বয়স্ক নাগরিকের জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করে। ভিডিওটিতে দেখা যায়, পঞ্চকুলার এই প্রবীণ বাসিন্দার অনুভূতি দেখে সবাই আপ্লুত। ইনি প্রথমে বিভ্রান্ত হয়েছিলেন, কেন তাঁর গেটে পুলিশ রয়েছেন তবে পরে তিনি আনন্দিত হয়ে কেঁদেই ফেললেন। এরপরই আবার তাঁকে হাসতে দেখা যায় কারণ তিনি তাঁর জন্মদিনে এমন অবাক করা ঘটনায় খুবই আনন্দিত হন! পুলিশ আধিকারিকরা তাঁকে জন্মদিনের ক্যাপ পরিয়ে কেক কাটতে অনুরোধ করেন। আরও পড়ুন, মেটিয়াবুরুজ নিয়ে সোশাল মিডিয়ায় ঘোরা ভিডিয়ো ভুয়ো, জানাল কলকাতা পুলিশ

এই অভিনব কাজের জন্য পঞ্চকুলা পুলিশকে কুদোস! এই কঠিন সময়ে যা আমরা সবাই পার করছি, কিন্তু এর অর্থ এই নয় যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলি নিয়ে বাঁচতে ভুলে যাব। ২০২০ নতুন বছর আসার সময় আমাদের মধ্যে কেউই ভাবেনি যে মহামারীর ভয়ে কয়েক সপ্তাহ ধরে বাড়িতেই বসে থাকতে হবে। পুলিশ, চিৎসকেরা আমাদের সুরক্ষা দেওয়ার জন্য যে লড়াই করছেন তা সত্যিই প্রশংসাজনক। আমাদের সুরক্ষা এবং করোনভাইরাস সম্পর্কে সৃজনশীল উপায়ে সচেতন করার পাশাপাশি, পুলিশও দেখিয়েছে যে আমাদের অবশ্যই আমাদের জীবনযাপন বন্ধ করা উচিত নয়। এমন ছোট ছোট খুশিতেই তো মন ভরে যায়।