Fact Check: বিলাসবহুল বিমানের মালিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? সত্যি ঘটনা জানালো PIB

বিমানের ভিতরকার বিলাসবহুল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবির ক্যাপশনে লেখা আছে, এই বিলাসবহুল ছবিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত বিমানের (Luxurious Private Jet)। ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট করে মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি তথা বিধায়ক জিতু পাটোয়ারি, এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত বিলাসবহুল বিমান। সেই টুইটে অতিতে চাওয়ালা প্রধানমন্ত্রীকে নিয়ে মজাও করেন ওই কংগ্রেস নেতা। ভারত তখনই অসীম ক্ষমতার অধিকারি হবে যখন প্রধানমন্ত্রী সবরকম বিলাসিতা উপভোগের সুযোগ পাবেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিমানের ভুয়ো ছবি (Photo Credits: PIB)

নতুন দিল্লি, ৩ আগস্ট: বিমানের ভিতরকার বিলাসবহুল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবির ক্যাপশনে লেখা আছে, এই বিলাসবহুল ছবিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত বিমানের (Luxurious Private Jet)। ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট করে মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি তথা বিধায়ক জিতু পাটোয়ারি, এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত বিলাসবহুল বিমান। সেই টুইটে অতিতে চাওয়ালা প্রধানমন্ত্রীকে নিয়ে মজাও করেন ওই কংগ্রেস নেতা। ভারত তখনই অসীম ক্ষমতার অধিকারি হবে যখন প্রধানমন্ত্রী সবরকম বিলাসিতা উপভোগের সুযোগ পাবেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিমান ক্যাপশন দিয়ে সেই বিলাবহুল বিমানের ছবিটি বারংবার পোস্ট ও শেয়ার হতে শুরু করে। আরও পড়ুন-COVID-19 Tally In India: সংক্রমণের ঊর্ধ্বগতি, সোমবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১৮ লাখ

পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখেই আসরে নামে পিআইবি। এর মধ্যে এক টুইটার ইউজারই ছবিটি পুনরায় পোস্ট করে জানান, এটি প্রধানমন্ত্রীর ব্যবহৃত সরকারি বিমান। এর মধ্যেই পিআইবি-র তরফে ফ্যাক্ট চেক শুরু হয়ে যায়। পাল্টা বিবৃতি দিয়ে পিআইবি জানায় ওই ছবিটি ভুয়ো। এমনকী এই ছবিটি বোয়িং ৭৮৭-র প্রাইভেট ড্রিমলাইনার মডেল। এটি প্রধানমন্ত্রী ব্যক্তিগত বিমানের ছবি নয়। টুইটারে বহুল শেয়ার হওয়া এই ছবির দিকে ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে চাটার্ড ফ্লাইট অপারেটর ডিয়ার জেট-এর ওয়েবসাইট থেকেই এটি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ওি বিমানের ছবি ভাইরাল হয়েছে। ওই সংস্থার বিলাবহুল জেট বিমান হল বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার জেট ও ৭৮৭ ড্রিম জেট।



@endif