Odisha Shocker: পেনশনের টাকা তুলতে চড়া রোদে খালি পায়ে ভাঙা চেয়ারের সাহায্যে কয়েক কিলোমিটার হাঁটলেন ৭০-এর বৃদ্ধা, চোখে জল আনা ভিডিয়ো

সূর্য হরিজন নামে ৭০ বছরের এক বৃদ্ধা খালি পায়ে একটি ভাঙা চেয়ারের সাহায্যে চড়া রোদের মধ্যেই কয়েক কিলোমিটার হেঁটে যাচ্ছেন নিজের পেনশনের টাকা তুলতে।

Photo Credits: PTI

নবরঙ্গপুর: সোশ্যাল মিডিয়াতে প্রতিদিনই অনেক ছবি ও ভিডিয়ো পোস্ট হয়। যার মধ্যে কয়েকটি ভাইরালও হয়। বৃহস্পতিবার এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে চোখে জল চলে এসেছে অনেক নেটিজেনের। ঘটনাটি ঘটেছে ওড়িশার (Odisha) নবরঙ্গপুরে (Nabarangpur)।

ভাইরাল হওয়া ওই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, সূর্য হরিজন (Surya Harijan) নামে ৭০ বছরের এক বৃদ্ধা (Old lady) খালি পায়ে (barefoot) একটি ভাঙা চেয়ারের (broken chair) সাহায্যে চড়া রোদের (scorching sun) মধ্যেই কয়েক কিলোমিটার হেঁটে যাচ্ছেন (walk) নিজের পেনশনের টাকা (pension money) তুলতে। ভিডিয়োটি (video) দেখার পর অনেকেই শিউরে উঠেছেন ওই বৃদ্ধার অসহনীয় কষ্টের কথা চিন্তা করে। আরও পড়ুন: CPI MP Binoy Viswam: রাজ্যপাল পদ অবলুপ্ত করতে রাজ্যসভায় নোটিস দিলেন সিপিআই সাংসদ বিনয় বিশ্বম



@endif