সৌরভ ও মেয়ে সানা (Photo Credit: Twitter)

কলকাতা, ১৮ ডিসেম্বর:  এই কয়েকদিন আগে পর্যন্ত বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছিল বিজেপিতে যোগ দিচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি। এনিয়ে তাঁর কোটি কোটি অনুরাগীদের মধ্যে কমবেশি মনোমালিন্য হয়েছে। সৌরভ সত্যি সত্যি এই সিদ্ধান্ত নিয়েছেন কি না তানিয়েও বিস্তর আলোচনা হয়েছে। অনেকে মনে করছেন, বিজেপি ইচ্ছে করে বাজারে এই খবর প্রচার করে পাবলিসিটি স্ট্যান্ট করতে চেয়েছে। যাইহোক অনুরাগী মহলে যে ক্ষোভ দানা বাঁধছিল ক্রমশ তা গলে জল হয়ে গেল মেয়ে সানার (Saurav Ganguly) পোস্টে। সোশ্যাল মিডিয়ায় সৌরভ তনয়া লেখক খুশবন্ত সিংয়ের ‘দ্য এন্ড অফ ইন্ডিয়া’(The End Of India)বই এর একটি ছত্র শেয়ার করেছেন তিনি। যেখানে মোদি সরকারের নয়া আইনের বিরোধিতাকেই ইঙ্গিত করা হয়েছে।

খুশবন্ত সিংয়ের ভাষায় সানা বলতে চেয়েছেন, নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় দেশজুড়ে যে আন্দোলন ও বিক্ষোভ চলছে তার থেকে মুখ ফিরিয়ে রাখা শুধু অন্যায় নয়, নিজের জন্য অপরাধও বটে। আজ ভাবছেন, আমরা তো এদেশের হিন্দু আমাদের আবার কি বিপদ। যা সব সমস্যা তাতো মুসলিমদের। মোটেও ভাববেন না বেঁচে গিয়েছেন। সংঘপরিবার পরের ধাপে এগোনোর জন্য নতুন কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। পশ্চিমি সংস্কৃতিতে বিশ্বাস করেন তো, তাহলে খুব শিগগির বিপদে পড়তে চলেছেন। ভয়ে ভয়ে বাঁচার দিন আপনার জন্যও বরাদ্দ হয়েছে। মেয়েরা যাঁরা স্কার্ট পরেন, তাঁরা নীতিপুলিশের দ্বারা আক্রান্ত হতে পারেন। হয়তো দন্ত মাজনের বদলে টুথপেস্ট ব্যবহারের কারণে সঙ্ঘীরা আপনার জন্য শাস্তি বরাদ্দ করেছেন। আরও পড়ুন-Minister Suresh Angadi's Shocker: ‘রেলের সম্পত্তি কেউ নষ্ট করছে দেখামাত্রই গুলি করুন’, কী বললেন মন্ত্রী সুরেশ অঙ্গাড়ি? (দেখুন ভিডিও)

তাছাড়া বাম মনস্ক ঐতিহাসিকদের ইতিমধ্যেই নিশানা করেছে সঙ্ঘীরা, আপনিও সেই দলের বাইরে পড়বেন না। যাঁরা বছরের কোনও বিশেষ উৎসবে মন্দিরে না গিয়ে মাংস খান, মদ্যপান করেন, বিদেশি সিনেমা দেখেন। আয়ুর্বেদ শাস্ত্রে বিশ্বাস না রেখে অ্যালোপ্যাথির সাহায্য নিচ্ছেন। তাঁদের বিপদ আসন্ন। জয় শ্রী রাম না বলে যাঁরা হাত মিলিয়ে, বা চুমু খেয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, তাঁরা যদি ভেবে থাকেন হিন্দু বলে বেঁচে গিয়েছেন; তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। ভারতকে বাঁচাতে হলে আমাদের এখনই বোঝা উচিত যে আমরা কেউ নিরাপদে নেই।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Alia Bhatt Birthday: জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রীর ৩১-এ পা, দেখুন আলিয়ার আদুরে ছবি

Social Media Influencer Arrest: উত্তরপ্রদেশের দুইজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার-এর বিরুদ্ধে চুরির অভিযোগ, গ্রেফতার

Sleep Well For Good Health: পর্যাপ্ত পরিমাণ ঘুমের অভাবে কী কী প্রভাব পড়ে? কী বলছে গবেষণা রিপোর্ট, দেখুন

Karnataka Shocker: সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হওয়ায় আত্মহত্যার পথ বেঁছে নিলেন গৃহবধূ ও যুবক 

Social Media Ban For Under 16?: ১৬-র আগে কেউ ব্যবহার করতে পারবে না সোশ্যাল মিডিয়া

Indian woman Anju: প্রেমের টানে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যাওয়া ভারতীয় অঞ্জু দেশে ফিরছেন!

Age of Social Media Access: সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের বেঁধে দেওয়া উচিত বয়স, পরামর্শ কর্ণাটক হাইকোর্টের

Mouni Roy Looks Hot: সাদা শাড়িতে মোহময়ী মৌনি, দেখুন ছবি