Mexican Rapper Dan Sur: অস্ত্রোপচার করে মাথায় সোনার চেন বসালেন মেক্সিকান র্যাপার, ভাইরাল ভিডিয়ো
মেক্সিকান র্যাপার জানান, অস্ত্রোপচার করিয়ে তিনি মাথায় সোনার চেন ঝুলিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, ডান-ই বিশ্বের প্রথম র্যাপার, যিনি অস্ত্রোপচার করিয়ে মাথায় সোনার চেন ঝুলিয়েছেন বলে জানান।
হেয়ার এক্সটেনশন বা উইগ নয়, এবার সরাসরি অস্ত্রোপচার করিয়ে মাথায় সোনার চেন বসিয়ে নিলেন মেক্সিকান র্যাপার (Mexican Rapper) ড্যান সার। সম্প্রতি ড্যান সার (Dan Sur) নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশ কিছু ছবি এবং ভিডিয়ো শেয়ার করেন। যেখানে তাঁর মাথা থেকে সোনা, হীরের হার ঝুলতে দেখা যায়। সোনা, হীরের সঙ্গে বিভিন্ন ধরনের দামি পাথরও ড্যান সারের মাথা থেকে ঝুলতে দেখা যায়। যা দেখা কার্যত অবাক হয়ে যান ড্যান সারের অনুরাগীরা।
এরপরই ওই মেক্সিকান র্যাপার জানান, অস্ত্রোপচার করিয়ে তিনি মাথায় সোনার চেন ঝুলিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, ডান-ই বিশ্বের প্রথম র্যাপার, যিনি অস্ত্রোপচার করিয়ে মাথায় সোনার চেন ঝুলিয়েছেন বলে জানান।
আরও পড়ুন: Taliban: তালিবানের হামলা রুখতে তৈরি, চূড়ান্ত প্রশিক্ষণ ভারতীয় সেনাকে: রিপোর্ট
দেখুন ডান সুরের ছবি এবং ভিডিয়ো...
View this post on Instagram
ড্যান সারের ছবি এবং ভিডিয়ো খেয়াল করলে দেখলে বুঝতে পারবেন, ওই র্যাপারের দাঁতেও রয়েছেন সোনার মোড়ক।