Mangoes Looted At Delhi: কেউ ভরছেন পকেটে, কেউবা হেলমেটে, দিল্লিতে ৩০ হাজার টাকার আম লুট; ভাইরাল ভিডিয়ো
বাজারে পড়ে আম (Mango) ভরতি ক্রেটস। দোকানির খোঁজ নেই। এমন সুযোগ আম লুট করল পথচারীরা। কয়েকজন তো আমের ঝুড়িতে ঝাঁপিয়ে পড়ছিল। কেউ আম ভরছিল গাড়ির সিটের নীচে, কেউ ব্যাগে, কেউ মাথার হেলমেটেই। বুধবার উত্তর দিল্লির (Delhi) জগতপুরী এলাকায় (Jagatpuri area) এই ঘটনা ঘটে। প্রায় ৩০ হাজার টাকার আম লুট হয়েছে বলে খবর। জানা গেছে যার আম লুট হয়েছে সেই ব্যবসায়ীর নাম ছোটে।
বাজারে পড়ে আম (Mango) ভরতি ক্রেটস। দোকানির খোঁজ নেই। এমন সুযোগ আম লুট করল পথচারীরা। কয়েকজন তো আমের ঝুড়িতে ঝাঁপিয়ে পড়ছিল। কেউ আম ভরছিল গাড়ির সিটের নীচে, কেউ ব্যাগে, কেউ মাথার হেলমেটেই। বুধবার উত্তর দিল্লির (Delhi) জগতপুরী এলাকায় (Jagatpuri area) এই ঘটনা ঘটে। প্রায় ৩০ হাজার টাকার আম লুট হয়েছে বলে খবর। জানা গেছে যার আম লুট হয়েছে সেই ব্যবসায়ীর নাম ছোটে।
একটি নিউজ চ্যানেলে কথা বলতে গিয়ে ছোটে বলেন, পুলিশ যখন লকডাউন হচ্ছে কি না দেখতে আসে তখন গণ্ডগোল শুরু হয়ে যায়। একদল লোক এখানে এসে আমাকে আমার মালপত্র সরিয়ে নিতে বলে। যখন আমি মালপত্র সরাতে শুরু করি তখন লোকজন আম লুট করতে শুরু করে। আরও পড়ুন: Man Found Eating Dead Dog: লকডাউনে খিদের জ্বালায় মরা কুকুরের মাংস খাচ্ছে যুবক! দেখুন ভিডিয়ো
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গেছে, বাজারে ভিড় হয়ে যায়। থিকথিক করছিল মানুষ। আম নিতে রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। বাইক আরোহী প্যান্টের পকেটে, জামার পকেটে এমনকী, হেলমেটের মধ্যেও আম ভরে নেন। গাড়ির চালক গাড়ির আসনে আম জড়ো করেন।