Viral: ঠিক যেন কালিদাস, আরশোলা মারতে গিয়ে জ্বালিয়ে দিলেন নিজের সাজানো বাগান (দেখুন ভিডিও)

ছোটবেলায় কালিদাসের গল্প নিশ্চয় পড়েছেন। নিজের বসা ডালই কেটে দিয়েছিলেন নিজের হাতে। এযুগেও এমন কালিদাসের দেখা পাওয়া যায় একটু খোঁজখুঁজি করলেই। এ যেন ঠিক মশা মারতে কামান দাগা। ব্রাজিলের এক ব্যক্তির সাধের বাগানে ঘুরে বেড়াচ্ছিল গুটিকয়েক আরশোলা। আরশোলার জ্বালায় বড়ই অস্বস্তিতে ছিলেন তিনি। আর সহ্য করতে না পেরে আরশোলা মারতে গিয়ে গোটা বাগানটিই জ্বালিয়ে দিলেন।

আরশোলা মারতে গিয়ে জ্বালিয়ে দিলেন নিজের বাগান (Photo Credits: Youtube Screenshot)

Man Accidentally Blew Up His Entire Yard: ছোটবেলায় কালিদাসের গল্প নিশ্চয় পড়েছেন। নিজের বসা ডালই কেটে দিয়েছিলেন নিজের হাতে। এযুগেও এমন কালিদাসের দেখা পাওয়া যায় একটু খোঁজখুঁজি করলেই। এ যেন ঠিক মশা মারতে কামান দাগা। ব্রাজিলের (Brazilian) এক ব্যক্তির সাধের বাগানে (Garden) ঘুরে বেড়াচ্ছিল গুটিকয়েক আরশোলা (Cockroaches)। আরশোলার জ্বালায় বড়ই অস্বস্তিতে ছিলেন তিনি। আর সহ্য করতে না পেরে আরশোলা মারতে গিয়ে গোটা বাগানটিই জ্বালিয়ে (Blew up) দিলেন।

ঘটনাটি যা ঘটে, সিজার স্মিৎজ বলে এক ব্রাজিলিয়ান ব্যক্তি। বয়স ৪৮ বছর। পেশায় ট্রাক ড্রাইভার। দক্ষিণ ব্রাজিলের এনিয়াস মার্কিউসের বাসিন্দা। আরশোলার হাত থেকে রেহাই পেতে চাইছিলেন তিনি। সত্যিই তো সাজানো বাগান জুড়ে আরশোলা ঘোরাঘুরি করলে কারই বা ভালো লাগে। মাটির ভিতরে বাসা বেঁধেছিল তারা। অন্যদিকে স্ত্রীয়ের আদেশ আরশোলা তাঁর বাগানের মাটি নষ্ট করছে। আরও পড়ুন, আটজন 'ডামি'কে পরীক্ষায় বসিয়ে ডিগ্রি পেতে গিয়ে ধরা পড়া বাংলাদেশের সাংসদ তামান্না নুসরত

আরশোলা মারার ভিন্ন প্রকারের ওষুধ দিয়েছেন। কোনো কাজ হয়নি। ফলে ধৈর্য না রাখতে পেরে ঠিক করেন জ্বালিয়েই দেবেন আরশোলা গুলিকে। গ্যাসোলিনও ছুঁড়ে মারেন। এরপর একের পর এক দেশলাই বাক্স ( Tossing Matches)থেকে আরশোলার বাসায় ছুঁড়তে থাকেন। এরপর হঠাৎই বিস্ফোরণ ঘটল তাঁর বাগানে। পোষ্য কুকুর দুটি ভয়ে লাফালাফি শুরু করে দেয়। প্রাণটি গেল বলে।

নাহ, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। কেউ আহতও হয়নি। এরপর তিনি নিজেকে সৌভাগ্যবান বলে দাবি করে বলেন শুধু মাত্র বাগনেরই ক্ষতি হয়েছে। এর চেয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারত। তাঁর কপাল ভালো বলেই বেঁচে গিয়েছেন। এই ঘটনায় চলছে পুলিশি তদন্ত। ব্যক্তিটি বিপন্ন প্রাণীর ক্ষতি করতে চাইছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।