Mahatma Gandhi's Iconic Glasses: লন্ডনের অকশন হাউসের লেটার বক্স থেকে পাওয়া মহাত্মা গান্ধীর চশমা নিলামে বিক্রি হল ২৬০,০০০ পাউন্ডে
লন্ডনে অকশন হাউসের লেটার বক্স থেকে পাওয়া গেছিল মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) চশমা। যা উঠেছিল নিলামে। সেটাই বিক্রি হয়ে গেল ২৬০,০০০ পাউন্ডে। ১৯০০ শতকে কেউ একজন সোনার জল করা এই চশমাটি গান্ধীজিকে কেউ উপহার দিয়েছিলেন। সম্প্রতি দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের হ্যানহ্যামের ইস্ট ব্রিস্টল অকশন সেন্টারের লেটারবক্সে খামা মুড়ে কেউ চশমাটি রেখে যায়। সঙ্গে একটি চিঠিও ছিল। যিনি চশমাটি দিয়ে গিয়েছিলেন, তাঁর কাছে এই তথ্য ছিল না যে ওই চশমার মালিক মোহনদাস করম চাঁদ গান্ধী। যাইহোক পরবর্তিতে সেই খবর পেয়ে ওই ব্যক্তির চোখ তো কপালে উঠেছে প্রায়।
লন্ডন, ২২ অগস্ট: লন্ডনে অকশন হাউসের (London Auction House) লেটার বক্স থেকে পাওয়া গেছিল মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) চশমা (Glasses)। যা উঠেছিল নিলামে। সেটাই বিক্রি হয়ে গেল ২৬০,০০০ পাউন্ডে। ১৯০০ শতকে কেউ একজন সোনার জল করা এই চশমাটি গান্ধীজিকে কেউ উপহার দিয়েছিলেন। সম্প্রতি দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের হ্যানহ্যামের ইস্ট ব্রিস্টল অকশন সেন্টারের লেটারবক্সে খামা মুড়ে কেউ চশমাটি রেখে যায়। সঙ্গে একটি চিঠিও ছিল। যিনি চশমাটি দিয়ে গিয়েছিলেন, তাঁর কাছে এই তথ্য ছিল না যে ওই চশমার মালিক মোহনদাস করম চাঁদ গান্ধী। যাইহোক পরবর্তিতে সেই খবর পেয়ে ওই ব্যক্তির চোখ তো কপালে উঠেছে প্রায়।
ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ২ কোটি ৫৫ লক্ষ ৪৫৩ টাকা। ভারতীয় কয়েকজন ক্রেতাও গান্ধীর চশমার নিলামে আগ্রহী হয়েছিলেন বলে জানা গেছে। জানা গেছে, ইংল্যান্ডের এক প্রবীণ ব্যক্তির কাছে চশমাটি ছিল। সেই ব্যক্তির বাবা মামা যাওয়ার আগে ছেলেকে চশমাটি দিয়ে যান। তিনি বলেছিলেন, তাঁর বাই অর্থাৎ ওই প্রবীণ ব্যক্তির কাকুকে কেউ চশমাটি উপহার হিসেবে দেন যখন তিনি দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ পেট্রোলিয়ামের হয়ে কাজ করতেন। আরও পড়ুন, 'হিন্দি না বুঝতে বেরিয়ে যান', ওয়েবিনারে বললেন আয়ূষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা; সাসপেনশন চাইলেন কানিমোঝি
গান্ধীজি সাধারণত সেই সব মানুষকেই এমন প্রয়োজনীয় জিনিস উপহার হিসেবে দিতেন, যাঁর সেই জিনিসটির প্রয়োজনীয়তা রয়েছে। অথবা যিনি একদা গান্ধীজিকে কোনও কারণে সাহায্য করেছিলেন, তিনিও মহাত্মার তরফে এমন উপহার পেতে পারেন। এভাবেই হয়তো সোনার জল করা চশমাটি ব্রিটেনে এসে পৌঁছায়। সে যাইহোক চশমা পাওয়ার নেপথ্যে এত আকর্ষণীয় একটি গল্প জুড়ে থাকবে কেই বা জানতো।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)