Delhi Shocker: নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আতশবাজির বিস্ফোরণে চোখের দৃষ্টি হারাল নাবালক, ভয়াবহ ভিডিয়ো
কথায় আছে, কারও আনন্দ উদযাপনের পদ্ধতি নিরানন্দের কারণ হয় অন্যের। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়ো দেখে সেই রকমই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলেন নেটিজেনরা। যা দেখে মর্মাহত হয়েছেন প্রায় সবাই।
নয়াদিল্লি; কথায় আছে, কারও আনন্দ উদযাপনের পদ্ধতি নিরানন্দের কারণ হয় অন্যের। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়ো (Viral video) দেখে সেই রকমই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলেন নেটিজেনরা। যা দেখে মর্মাহত হয়েছেন প্রায় সবাই।
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, স্থানীয় মসজিদ থেকে নামাজ (Namaz) পড়ে বাড়ি ফিরছিল (returning home) ১১ বছরের এক নাবালক(11-year-old innocent boy)। আচমকা রাস্তার উপরে ফাটানো (burst) অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির আতশবাজির (firecracker) জেরে চোখে আঘাত লাগে তার। বিষয়টি দেখতে পেরে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে এআইআইএমএস (AIIMS) হাসপাতালে নিয়ে যান স্থানীয় ব্যক্তি ও জখম নাবালকের বাড়ির লোকেরা। কিন্তু,সেখানে তড়িঘড়ি অপারশন করার পর চিকিৎসকরা পরিষ্কার জানিয়ে দেন আতশবাজির বিস্ফোরণের জেরে নাবালকের চোখের দৃষ্টি (eyesight) চলে গেছে। উত্তর-পূর্ব দিল্লিতে (North East Delhi) ঘটা এই দুর্ঘটনার ভিডিয়ো সেখানে থাকা সিসিটিভি ক্যামেরাতে (CCTV camera) উঠে যায়। যা ভাইরাল হতেই একটি মামলা দায়ের করে তদন্ত (investigation) শুরু করেছে পুলিশ। আরও পড়ুন: Bokaro Shocker: মহিলা চোরের পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ, নৃশংসতার ভিডিয়ো
দেখুন ভিডিয়ো: