Thief Prays to Idol Before Stealing the Crown of The Goddess: পাপ নিও না ঠাকুর, বিগ্রহের মুকুট হাতিয়ে প্রার্থনা চোরের; ভিডিও ভাইরাল

ভগবানে মানুষের ভক্তি কতটা আছে সে প্রসঙ্গ বিতর্কযোগ্য। কিন্তু ভয়ে ভগবানকে ভক্তি করে না, এমন সংখ্যাক মানুষ এদেশে সত্যিই বড় কম। যাই করো আর তাই করো ভাল কাজে যাওয়ার আগে পথের পাশের মন্দিরে একবার কপাল ঠুকবে না, এমন ভারতীয়র সংখ্যা বড়ই কম। চোর ডাকাতরাও বড় দাঁও মারার আগে একবার আরাধ্য দেবীকে পেন্নাম ঠুকে যায়, সেবিষয়ে কোনও সন্দেহ নেই। তাছাড়া ডাকাত কালীর কথা কে না জানে। এমনই এক ভক্তিমতি চোরের সন্ধান মিলল হায়দরাবাদের সিসিটিভিতে।

চুরির আগে চোরের ভক্তি (Photo Credit: CCTV Footage)

হায়দরাবাদ, ২২ নভেম্বর: ভগবানে মানুষের ভক্তি কতটা আছে সে প্রসঙ্গ বিতর্কযোগ্য। কিন্তু ভয়ে ভগবানকে ভক্তি করে না, এমন সংখ্যাক মানুষ এদেশে সত্যিই বড় কম। যাই করো আর তাই করো ভাল কাজে যাওয়ার আগে পথের পাশের মন্দিরে একবার কপাল ঠুকবে না, এমন ভারতীয়র সংখ্যা বড়ই কম। চোর ডাকাতরাও বড় দাঁও মারার আগে একবার আরাধ্য দেবীকে পেন্নাম ঠুকে যায়, সেবিষয়ে কোনও সন্দেহ নেই। তাছাড়া ডাকাত কালীর কথা কে না জানে। এমনই এক ভক্তিমতি চোরের সন্ধান মিলল হায়দরাবাদের সিসিটিভিতে। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের গুনফাউন্ডারি এলাকার ফতে ময়দানে। সেখানেই রয়েছে দুর্গা ভবানীর মন্দির।

ফুটেজে দেখা যাচ্ছে, চোর প্রথমে মন্দিরে ঢুকে কায়মনো বাক্যে নিজের প্রার্থনা সেরে নিল। যে কেউ দেখলে ভাববেন, আহা কত ভক্তিভাব। প্রণাম প্রার্থনা সেরে চারদিকটা একবার ভাল করে দেখে নিল। তারপর বেশ খানিকটা শক্তি প্রয়োগ করে বিগ্রহের মুকুটটি খুলে ফেলল। তবে সঙ্গে সঙ্গে নিল না। ফের একবার চারপাশটা ভাল করে দেখে নিয়ে আবারও প্রার্থনা সেরে তারপর মুকুট নিয়ে উধাও চোর বাবাজি। এতটা সময় হয়তো সে নিত না, যদি না ঠাকুরের প্রতি তার ভয় ও ভক্তি না থাকতো। একেবারে পাপ নিও না ঠাকুর, বলেই দুষ্কর্মটি করে ফেলে উধাও হল চোর। আরও পড়ুন-MP woman kills husband: কি কাণ্ড! খুন করে রান্নাঘরে স্বামীর দেহ পুঁতে সেখানেই উনুন জ্বালিয়ে রান্না করছে স্ত্রী

পুলিশ জানিয়েছে, ঘটনার কিছুক্ষণের মধ্যেই চুরির বিষয়টি ধরে ফেলেন মন্দিরের সেবায়েত। তিনি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। চুরিটা কে করেছে তা ভালমতো মনে করতে পেরেছেন সেবায়েত। তবে ওই ব্যক্তি আগে কখনও মন্দিরে এসেছিল কি না তা দেখতে পুরনো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশও ঠাকুরের গয়না চুরির অভিযোগ দায়ের করে তদন্তে নেমেছে। চুরি যাওয়া মুকুটের আনুমানিক বাজার মূল্য ১০ হাজার টাকা। ভক্তিমান চোরকে ধরতে একমাত্র ভরসা সিসিটিভি ফুটেজ। পুলিশও চোরের হালহকিকত জানতে সিসিটিভি ফুটেজে নজর দিয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চোরের ক্রিয়াকর্মের ভিডিও ভাইরাল হয়েছে। মনে হচ্ছে তা দেখে চোরের চোখ কপালে উঠেছে, এখন তার ঠাকুর তাকে বাঁচায় কি না সেটাই দেখার।