Fact Check: চিকিৎসকদের ধন্যবাদ অমিতাভ বচ্চনের, পুরনো ভিডিয়োতে শোরগোল

গতকাল করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। টুইটারে নিজেই একথা জানান বিগ বি। এরপরই সোশাল মিডিয়ায় ঝড় ওঠে। সবাই তাঁর সুস্থতা কামনা করে পোস্ট করতে শুরু করেন। এরপর সোশাল মিডিয়ায় অমিতাভ বচ্চনের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে তিনি নানাবতী হাসপাতালের (Nanavati Hospital) চিকিৎসকদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, তাঁদের নিরসল পরিশ্রম, হার না মানা লড়াই তুলনাহীন। তাঁদের উদ্দেশে কুর্নিশ জানিয়েছেন তিনি। ভিডিয়োটিও ভাইরাল হতে থাকে।

Amitabh Bachchan Viral Video Fact Check (Photo Credits: YouTube)

গতকাল করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। টুইটারে নিজেই একথা জানান বিগ বি। এরপরই সোশাল মিডিয়ায় ঝড় ওঠে। সবাই তাঁর সুস্থতা কামনা করে পোস্ট করতে শুরু করেন। এরপর সোশাল মিডিয়ায় অমিতাভ বচ্চনের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে তিনি নানাবতী হাসপাতালের (Nanavati Hospital) চিকিৎসকদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, তাঁদের নিরসল পরিশ্রম, হার না মানা লড়াই তুলনাহীন। তাঁদের উদ্দেশে কুর্নিশ জানিয়েছেন তিনি। ভিডিয়োটিও ভাইরাল হতে থাকে।

ভিডিয়োতে অমিতাভ বলেন, টেস্টিং করাতে হবে। ফল যাই-ই হোক, সকলকে ইতিবাচক মন রেখে চলতে হবে। আশা হারালে চলবে না। নানাবতী হাসপাতাল থেকেই ওই ভিডিয়ো বিগ বি করেন বলে দাবি করা হয়। আরও পড়ুন: Telangana: করোনায় মৃতের দেহ শ্মশানঘাটে নিয়ে যাওয়া হচ্ছে অটোয়! ভিডিও দেখে তাজ্জব নেটিজেনরা

তবে জানিয়ে রাখি অমিতাভ বচ্চনের ওই ভিডিয়ো পুরনো। সেটি নতুন নয়। লেটেস্টলি এই ভিডিয়ো অনলাইনে সার্চ করে জেনেছে এটি ২৩ এপ্রিলের। যদিও ভিডিয়োটি আসল। তবে সেটি পুরনো।