Viral Video: ফুচকার তৈরি মালা, মুকুট পরে বিয়ের আসরে দক্ষিণী কনে, ভাইরাল ভিডিয়ো
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়। যে ভিডিয়োতে দেখা যায়, এক দক্ষিণী বিয়ের আসরে কনের ফুচকার সাজ।
মুম্বই, ৬ জুলাই: বিয়ের কনে (Bride) ফুচকাপ্রেমী। তাইতো বিয়ের আসরে অন্য সাজগোজের সঙ্গে ফুচকার (Golgappa) মালা, ফুচকা দিয়ে তৈরি মুকুট পরলেন তিনি। কি অবাক লাগছে শুনে! বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়। যে ভিডিয়োতে দেখা যায়, এক দক্ষিণী বিয়ের আসরে কনের ফুচকার সাজ। যেখানে দক্ষিণী ওই তরুণী বিয়ের সাজপোশাক পরে বসে, ফুচকার তৈরি মাথার মুকুট এবং গলার মালা পরে বসেন। এমনকী, তাঁর হাতে সাজেও দেখা যায় ফুচকার অলঙ্কার।
আরও পড়ুন: Shagufta Ali: ক্যানসার আক্রান্ত অভিনেত্রী সহায় সম্বলহীন, সোনুর কাছে সাহায্যে চেয়েও ফিরলেন খালি হাতে
View this post on Instagram
দক্ষিণী বিয়ের কনের ওই সাজ দেখে নেটিজেনদের মধ্যে শুরু হয়ে যায় জোর আলোচনা। কেউ কেউ মন্তব্য করতে শুরু করেন, তাঁরা তাঁদের নিজেদের বিয়েতেও এই ধরনের ফুচকার সাজে তাঁরা সেজে উঠবেন। কেউ আবার ওই দক্ষিণী কনে শুভেচ্ছা জানাতে শুরু করেন।