Fact Check: চাকরি দিচ্ছে আয়ুষ্মান ভারত? ভাইরাল খবরে তোলপাড় নেটদুনিয়া

এবার চাকরি দিচ্ছে ‘আয়ুষ্মান মিত্র রিক্রুটমেন্ট ২০২০’ (Ayushman Mitra Recruitment 2020)। আয়ুষ্মান ভারত ওয়েবসাইটে সেই খবর বেরিয়েছে। এমই একটি ইউটিউব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একই সঙ্গে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারে ভিডিওটি ভাইরাল হতেই জনমনে উত্তেজনা ছড়িয়েছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হল কেন্দ্রের একটি প্রকল্প। এই প্রকল্পের অধীনে দেশের ৪০ শতাংশ জনতা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবে। মানুষ নিজেদের পছন্দের চিকিৎসকের থেকে পরিষেবা নিতে এই প্রকল্পের সুবিধা ব্যবহার করছে। এদিকে শেয়ার হওয়া ইউটিউব ভিডিওতে বলা হচ্ছে আয়ুষ্মান মিত্র রিক্রুটমেন্ট ২০২০ ঘোষণা করেছে আয়ুষ্মান ভারত।

আয়ুষ্মান মিত্র ফ্যাক্ট চেক ২০২০(Photo Credits: PIB Fact Check)

নতুন দিল্লি, ৩০ অক্টোবর: এবার চাকরি দিচ্ছে ‘আয়ুষ্মান মিত্র রিক্রুটমেন্ট ২০২০’ (Ayushman Mitra Recruitment 2020)। আয়ুষ্মান ভারত ওয়েবসাইটে সেই খবর বেরিয়েছে। এমই একটি ইউটিউব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একই সঙ্গে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারে ভিডিওটি ভাইরাল হতেই জনমনে উত্তেজনা ছড়িয়েছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হল কেন্দ্রের একটি প্রকল্প। এই প্রকল্পের অধীনে দেশের ৪০ শতাংশ জনতা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবে। মানুষ নিজেদের পছন্দের চিকিৎসকের থেকে পরিষেবা নিতে এই প্রকল্পের সুবিধা ব্যবহার করছে। এদিকে শেয়ার হওয়া ইউটিউব ভিডিওতে বলা হচ্ছে আয়ুষ্মান মিত্র রিক্রুটমেন্ট ২০২০ ঘোষণা করেছে আয়ুষ্মান ভারত। যদিও তদন্তে নেমে পিআইবি জানিয়েছে, এটি ভুয়ো খবর। আরও পড়ুন-Digvijaya Singh on Love Jihad Row: ‘বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভি ও শাহনওয়াজ হোসেনর স্ত্রী হিন্দু, এটাও নিশ্চয় লাভ জিহাদ?’ মুখ খুললেন দিগ্বিজয় সিং

পিআইবি-র বিবৃতি

সত্য যাচাইয়ের পর জানানো হয়েছে, এনৃমন কোনও নিয়োগ সংক্রান্ত পোস্ট করেনি আয়ুষ্মান ভারত প্রকল্প। চাকরির নিয়োগের দাবি ভুয়ো। পিআইবি এক বিবৃতিতে জানিয়েছে, আয়ুষ্মান ভারতের ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত কোনও বিজ্ঞাপন প্রকাশিত হয়নি। করোনা সংক্রমণের পর যেন হু হু করে ভুয়ো খবর বাজার দখল করছে। এমন ভুয়ো খবর ও গুজবে কান না দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন রেখেছে দেশের সরকার। ভুয়ো খবরের প্রবণতা কমাতে সরকারি তরফে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষকে হয়রান করার জন্য নিয়ত এমন ভুয়ো খবর শেয়ার হয়ে চলেছে।



@endif