Ranu Mondal-2: অবিকল যেন রাণু মণ্ডল, গুয়াহাটি স্টেশনে গেয়ে উঠলেন রাণুর গাওয়া 'তেরি মেরি কাহানি'

অবিকল যেন রাণু মণ্ডল (Ranu Mondal)৷ মুখের ধরণ থেকে আচার-আচরণ ঠিক যেন রাণু মণ্ডল পার্ট টু (Ranu Mondal Part 2)। তবে এবার রানাঘাটে (Ranaghat) নয়৷ ভিন রাজ্য অসমের গুয়াহাটি স্টেশনে (Assam Guwahati Station) দেখা মিলল নতুন রাণু মণ্ডলের৷ স্টেশনে বসেই তিনি গেয়ে উঠলেন রাণুর গাওয়া ‘তেরি মেরি কাহানি’ (Teri Meri Kahani) গানটি। সেই ভিডিও ভাইরাল (Viral) হল সোশ্যাল মিডিয়ায়৷ নেটিজেনরা নাম দিলেন রাণু মণ্ডল টু্ (Ranu Mondal 2)!

রাণু মণ্ডল পার্ট টু (Photo Credits: Instagram)

গুয়াহাটি, ২৫ নভেম্বর: অবিকল যেন রাণু মণ্ডল (Ranu Mondal)৷ মুখের ধরণ থেকে আচার-আচরণ ঠিক যেন রাণু মণ্ডল পার্ট টু (Ranu Mondal Part 2)। তবে এবার রানাঘাটে (Ranaghat) নয়৷ ভিন রাজ্য অসমের গুয়াহাটি স্টেশনে (Assam Guwahati Station) দেখা মিলল নতুন রাণু মণ্ডলের৷ স্টেশনে বসেই তিনি গেয়ে উঠলেন রাণুর গাওয়া ‘তেরি মেরি কাহানি’ (Teri Meri Kahani) গানটি। সেই ভিডিও ভাইরাল (Viral) হল সোশ্যাল মিডিয়ায়৷ নেটিজেনরা নাম দিলেন রাণু মণ্ডল টু্ (Ranu Mondal 2)!

মহিলার নাম কী। পরিচয় এবং ঠিকানাই বা কী তা এখনও পর্যন্ত জানা যায়নি। শুধু গুয়াহাটি স্টেশনে বসে গান গাইতে দেখা গিয়েছে তাঁকে৷ তিনি গান গাইতে শুরু করলে আশেপাশে ভিড় জমে যায়। আজ তকের খবর অনুযায়ী, তাঁদের মধ্যে থেকেই একজনের অনুরোধে ওই মহিলা গেয়ে ফেলেন হিমেশ রেশামিয়ার (Himesh Reshammiya) সুরে রানুর গাওয়া গান। আরও পড়ুন: Ranu Mondal: রানু মণ্ডলের মেকওভারের ভাইরাল ছবি নকল! দাবি করলেন মেকআপ আর্টিস্ট

 

View this post on Instagram

 

#RanuMondal 2.0 in (Maligaon)Guwahati. #Special Thanks to my friend Tanmoy Dey for shooting and Sharing this vdo. Vdo Rights :- Tanmoy dey #ranumondal #himeshreshammiya

A post shared by Dipankar Baishya (@chiragdipofficial) on

রানাঘাট স্টেশনে বসে গান গাইতেন রাণু৷ এলাকার লোকে তাঁকে ডাকত রানাঘাটের লতা বলে৷ তারপর একদিন অরিত্রের অনুরোধে গান ক্যামেরাবন্দি করেন রানু। পরেরটা ইতিহাস। রাণুর গান শুনে মুগ্ধ হয়ে সেই রেকর্ডেড ভিডিও সোজা ফেসবুকে আপলোড করেন অরিত্র চক্রবর্তী (Aritra Chakraborty)৷ তারপর রাতারাতি রানাঘাট থেকে হিমেশ রেশমিয়ার রেকর্ডিং স্টুডিও৷ সুপারহিট ‘তেরি মেরি কাহানি।’



@endif