পিসতুতো দাদার সঙ্গে গোপনে পালাতে গিয়ে ধরা পড়ে যাওয়া নাবালিকাকে অমানবিক মারধর বৃদ্ধের (দেখুন গা শিউড়ে ওঠা ভিডিও)

পিসতুতো দাদার সঙ্গে প্রেম করে পালিয়ে যেতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের এক গ্রামের নাবালিকা। ২০ বছরের বয়েসের দাদা ও তার বোনকে ধরে গ্রামের মোড়লদের হাতে তুলে দেন গ্রামবাসীরা।

নাবালিকাকে এভাবেই মারেন বৃদ্ধ। (Photo Credits: Twitter)

অনন্তপুর, ১৭ অগাস্ট: Andhra Pradesh Horror: পিসতুতো দাদার সঙ্গে প্রেম করে পালিয়ে যেতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের এক গ্রামের নাবালিকা। ২০ বছরের বয়েসের দাদা ও তার বোনকে ধরে গ্রামের মোড়লদের হাতে তুলে দেন গ্রামবাসীরা। আর তারপরই বেত হাতে নাবালিকাকে যেভাবে মারলেন বৃদ্ধ, তা দেখলে শিউড়ে উঠতে হয়।

নাবালিকাকে বৃদ্ধের মারধরের ভিডিও ক্যামেরাবন্দি হয়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ নড়চড়ে বসে। তবে সেই নাবালিকা বৃদ্ধের বিরুদ্ধে পুলিশের কাছে কোনও অভিযোগ জানাতে চায়নি। তবে বৃদ্ধের বিরুদ্ধে সুয়োমোটো মামলা দায়ের করেছে পুলিশ।  আরও পড়ুন-2জি মোবাইল পরিষেবা ফিরল জম্মু সহ পাঁচ জেলায়

দেখুন সেই ভিডিও- (Graphic Video Warning)

ভিডিওতে দেখা যাচ্ছে নাবালিকা ও তার দাদাকে মাটিতে বসিয়ে ঘিরে রেখেছে গ্রামবাসীরা। আর কিছু বৃদ্ধ তাদের প্রশ্ন করছে। ২০ বছরের যুবককে কিছু প্রশ্ন করছেন এক বছর ৭০-এর এক বৃদ্ধ। তারপর তার চোখ যায় নাবালিকার দিকে। নাবালিকাকে কোনও প্রশ্ন না করে সজোরে তার মুখে লাথি মারে বৃদ্ধ। বৃদ্ধের লাথির ফলে মাটিতে পড়ে যায় সেই নাবালিকা। হাত, লাঠি দিয়েও সেই বৃদ্ধ নাবালিকাকে মারতে থাকেন।