Viral Video: রাস্তায় মদের বোতল হাতে মদ্যপ যুবতীর খারাপ ব্যবহারের ভিডিয়ো ভাইরাল, দেখুন

হায়দরাদের নাগোলে মদের বোতল হাতে এক তরুণীর বিতর্কিত আচরণের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিয়ো-তে দেখা যাচ্ছে একটি ছেলের সঙ্গে গাড়ির পাশে মদের বোতল হাতে দাঁড়িয়ে মেয়েটি।

An alleged Drunk woman creates ruckus with alcohol bottle in Nagole Hyderabad. (Photo Credites: X)

হায়দরাদের নাগোলে মদের বোতল হাতে এক তরুণীর বিতর্কিত আচরণের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিয়ো-তে দেখা যাচ্ছে একটি ছেলের সঙ্গে গাড়ির পাশে মদের বোতল হাতে দাঁড়িয়ে মেয়েটি। স্থানীয় বাসিন্দারা মর্নিং ওয়াকে বেরিয়ে দেখেন, একটি ছেলে ও মেয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে প্রকাশ্য মদ্যপান করছেন। সেটা দেখে স্থানীয়রা তাদের বলেন, সেখান থেকে চলে যেতে।

এরপরই মেয়েটি মদ্যপ অবস্থায় তেড়ে যান স্থানীয়দের দিকে। তার পুরুষ সঙ্গী কোনওরকমে মেয়েটিকে শান্ত করেন।  আরও পড়ুন- খুনের পর শরীর থেকে চামড়া ছাড়িয়ে দেহ টুকরো করে হলুদ মাখানো হয়, নিউটাউনে বাংলাদেশের সাংসদ খুনে CID-র হাতে রোমহর্ষক তথ্য

দেখুন ভিডিয়ো

স্থানীয় বয়স্ক এক ব্যক্তিকে রীতিমত খারাপ কথা ব্যবহার করতে দেখা যায় মেয়েটিকে । স্থানীয়রা এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে।



@endif