Valentine's Day Story: ভালোবাসা দিবসে বিবাহবিচ্ছেদের মামলার শুনানিতে চকলেট অফার স্ত্রীকে, জেনে নিন তারপর কী ঘটল...

একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার স্বামীর সম্পর্ক ঠিক করার প্রচেষ্টা প্রত্যাখ্যান করলেন তাঁর নির্যাতিতা স্ত্রী। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবসে (Valentine's Day) আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীন স্বামীর দেওয়া চকোলেট প্রত্যাখ্যান করলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujarat) সুরাটে (Surat)।

জানা গেছে, স্থানীয় রীতি অনুযায়ী ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সুরাটে দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর স্বামী সহ স্বামীর দাদু ও ঠাকুরমার কাছে বাড়িতে নির্যাতনের অভিযোগ করেন মহিলা। এছাড়াও অভিযোগকারী মহিলা বলেন, বিয়ে হওয়ার চার মাস পর ৫ লক্ষ টাকা যৌতুক দেওয়ার জন্য জোর করা হয় তাকে। যৌতুক দিতে অস্বীকার করলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই সব ঘটনার জেরে বিবাহবিচ্ছেদের মামলা করেন ওই মহিলা।

বিবাহবিচ্ছেদের পাশাপাশি তার ভরণপোষণের মামলা দায়ের করেছিলেন সুরাটের পারিবারিক আদালতে। ২০২১ সালে, ২৫ বছর বয়সী ভদ্রমহিলা ভরণপোষণের মামলা করেন ২৭ বছর বয়সী তার অটো ইঞ্জিনিয়ার স্বামীর বিরুদ্ধে। তার স্বামী তাকে ভাদোদরা থেকে ফিরিয়ে আনার চেষ্টা না করায় তিনি সুরাট পারিবারিক আদালতে ভরণপোষণের জন্য আবেদন করেছিলেন তিনি। মহিলাটি তার খরচ মেটাতে মাসে ৩০ হাজার টাকা অনুরোধ করেছেন। কারণ তার স্বামী একটি প্রাইভেট ফার্মে কর্মরত ব্যক্তি, তিনি প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন পান। তবে মামলার তারিখ পিছিয়ে দেয় আদালত।

জানা গেছে, এরপর নিজেদের সম্পর্ক ঠিক করার চেষ্টা করেন স্বামী। ভালোবাসা দিবসে একটি চকলেট দিতে গিয়েছিলেন স্ত্রীকে। কিন্তু স্ত্রী তা নিতে অস্বীকার করলে স্বামীর সব স্বপ্ন ভেঙে যায়। তিনি যখন চকোলেটটি স্ত্রীকে অফার করেছিলেন তখন সেই স্থানে আইনজীবী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সকলে বললেও চকলেট নিতে অস্বীকার করেন স্ত্রী। তিনি বলেন যে, তার স্বামী যদি সত্যিই তাকে ভালোবাসতেন তবে তার কাছে প্রতিদিনই ভ্যালেন্টাইন্স ডে হত। মহিলাটি আরও বলেন, গত দুই বছরে একবারও তার সঙ্গে দেখা করেননি তার স্বামী, তাই তিনি ওই চকোলেট নিতে অস্বীকার করেছেন।