Swamiji Birth Anniversary 2024: পৃথিবীর সামনে হিন্দুধর্মের গুরুত্বকে মেলে ধরার কান্ডারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে রইল বাণী সম্বলিত শুভেচ্ছা পত্র , শেয়ার করুন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারে
১৮৯৩ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তাঁর বিখ্যাত বক্তৃতা, যার শুরু ‘হে আমার আমেরিকার ভাই ও বোনেরা…’, তার মাধ্যমেই পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দুধর্মের
ভারতীয় দর্শনের বেদান্ত শাখা এবং যোগচর্চার মাহাত্ম্য যিনি প্রথম পাশ্চাত্য দুনিয়ার সামনে তুলে ধরেন তাঁর নাম স্বামী বিবেকানন্দ। ১৮৬৩ সালের ১২ জানুয়ারি কলকাতায় তাঁর জন্ম হয় । সন্ন্যাস জীবন নেওয়ার আগে তাঁর নাম ছিল নরেন্দ্র নাথ দত্ত। উনিশ শতকের শেষের দিকে পৃথিবীর সামনে হিন্দুধর্মের গুরুত্বকে মেলে ধরার কান্ডারি ছিলেন তিনি।১৮৯৩ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তাঁর বিখ্যাত বক্তৃতা, যার শুরু ‘হে আমার আমেরিকার ভাই ও বোনেরা…’, তার মাধ্যমেই পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দুধর্মের মাহাত্ম প্রচার করেন তিনি।
পরাধীন ভারতে হিন্দুত্বের নবজাগরণ এবং জাতীয়তাবাদের প্রসার ঘটাতে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপনের কৃতিত্বও তাঁকে দেওয়া যায় অনায়াসেই। নিজের জীবদ্দশায় গুরু রামকৃষ্ণের বাণী ছড়িয়ে দিতে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ।পরাধীন ভারতে তাঁর অমূল্য দর্শন ও শিক্ষা দেশের যুবসমাজকে অনুপ্রাণিত করেছে বারবার ।তাঁর সেই বাণী আজকের দিনেও প্রাসঙ্গিক।
জন্মবার্ষিকীর প্রাক্কালে স্বামীজির কয়েকটি গুরুত্বপূর্ণ বাণী সম্বলিত শুভেচ্ছা পত্র নিয়ে এসেছে লেটেস্টলি বাংলা (LatestLY Bangla). আজকেই শেয়ার করুন বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে-