COVID-19: অতিমারির সময় বিশ্বের প্রায় অর্ধেক মোবাইল ফোন কোভিড-১৯ ভাইরাস বহন করেছিল, জানাচ্ছে নতুন গবেষণা রিপোর্ট

অস্ট্রেলিয়ার বন্ড ইউনিভার্সিটির গবেষকরা ১০টি দেশের ১৫টি গবেষণা রিপোর্ট পর্যালোচনা করেছেন।

Nearly Half of Mobile Phones Carried COVID-19 Virus (Photo Credit: Twitter)

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বন্ড ইউনিভার্সিটির গবেষকরা ১০টি দেশের ১৫টি গবেষণা রিপোর্ট পর্যালোচনা করেছেন। যে গবেষণাগুলো ২০১৯ এবং ২০২৩ সালের মধ্যে হাসপাতালের সেটিংসে SARS-CoV-2 দূষণের জন্য মোবাইল ফোন পরীক্ষা করেছে। সেই পরিক্ষার ফলাফলগুলো একটি জনস্বাস্থ্য জার্নালে প্রকাশ করেছে। জার্নালে প্রকাশিত রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ৫১১টি ফোনের মধ্যে ২৩১টি (৪৫ শতাংশ) SARS-CoV-2 ভাইরাসের উপস্থিত রয়েছে, এটি কোভিড-১৯ (COVID-19 Virus) ছড়ায়। ফ্রান্সে ২০২২ সালের একটি গবেষণা রিপোর্ট বলছে, ১৯টি ফোনের মধ্যে ১৯টিতেই ভাইরাস ছিল।

গবেষণায় উঠে এসেছে SARS-Cov-2 ভাইরাসটি ২৮দিন পর্যন্ত মোবাইল ফোনের কাচের উপর সক্রিয় থেকে তা ছড়িয়ে দিতে পারে। ডাঃ তাজৌরি বলেন, বিশ্বব্যাপী সাত বিলিয়নেরও বেশি মোবাইল ফোন ব্যবহার করছে। মোবাইল ফোন ব্যবহারকারীরা যতবার খুশি হাত ধুতে পারেন, কিন্তু যখনই আপনি আপনার মোবাইল ফোন স্পর্শ করেন আপনার হাত দূষিত হয়। তিনি আরও বলেন, "আগের একটি গবেষণায় আমরা একটি হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট এবং পেডিয়াট্রিক ইমার্জেন্সি ওয়ার্ডে করেছি, সেখানে আমরা ২৬ জন স্বাস্থ্যসেবা কর্মীদের মোবাইল ফোনে ১১,১৬৩টি জীবাণু খুঁজে পেয়েছি। যার মধ্যে প্যাথোজেনিক ভাইরাস এবং অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া রয়েছে।" আরও পড়ুন : Covid 19 : কোভিডে আক্রান্ত মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন, পরীক্ষায় নেগেটিভ জো বাইডেন

উল্লেখ্য, UV-C আলো জীবাণু নাশক। এটি ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য রোগজীবাণুগুলির মতো অণুজীবের ডিএনএ নিষ্ক্রিয় করে তাদের সংখ্যাবৃদ্ধি এবং রোগ সৃষ্টি করার ক্ষমতাকে নষ্ট করে। বাণিজ্যিক UV-C ফোন স্যানিটাইজার ৫-১০ সেকেন্ডের মধ্যে একটি ফোনকে জীবাণুমুক্ত করতে পারে।