Man Rescues King Cobra: কুয়ো ভেতর শুয়ে কিং কোবরা, উদ্ধার করল সাহসী যুবক

Credit: Instagram

নির্ভয়ে কুয়ো থেকে একটি কিং কোবরা উদ্ধার করছে এক যুবক। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে এই ভিডিও। ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে একটি বিষাক্ত সাপ কুয়োয় জলের উপর শুয়ে রয়েছে। এক যুবক সেটা দেখতে পেয়ে কোনও সুরক্ষিত বস্তু ব্যবহার না করেই জলের দিকে হাত বাড়িয়ে দেয়। হাতে করেই কুয়োর ভেতর থেকে ওই বিষাক্ত সাপটিকে ধরে। বিশাল সাপটি কামড়ানোর চেষ্টা করলেও আতঙ্কিত হয় না ওই যুবক। উল্টে সাপের কামড় থেকে বাঁচার জন্য লেজ দিয়ে সাপটিকে আরও আঁকড়ে ধরে।

বর্তমানে এই ভিডিওটি ছয় লক্ষেরও বেশি লাইক পেয়েছে। সাগর পাটিল নামে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। বর্তমানে সাগর পাটিলকে ইনস্টাগ্রামে প্রায় ৯০ হাজার ব্যবহারকারী অনুসরণ করে। তার অ্যাকাউন্টে প্রবেশ করলে এমন সাহসীকতার আরও অনেক ভিডিও দেখতে পাওয়া যাবে, যা দেখলে যেকোনও মানুষ চমকে যাবে।