Durga Puja 2019: শোভাবাজারের বুকে হাজির এক টুকরো 'কাশী', জগত মুখার্জি পার্কের থিমে এবার নতুন চমক

কলকাতার (Kolkata) থিম পুজোর শোভা এবার শোভাবাজারেই (Shova Bazar)। বিগত কয়েক বছর ধরেই কলকাতার থিম পুজোগুলোর তালিকায় বেশ উপরের দিকে রয়েছে শোভাবাজারের জগত মুখার্জি পার্কের (Jagat Mukherjee Park) পুজো।

ফাইল ছবি

কলকাতা, ১৬ সেপ্টেম্বর: কলকাতার (Kolkata) থিম পুজোর শোভা এবার শোভাবাজারেই (Shova Bazar)। বিগত কয়েক বছর ধরেই কলকাতার থিম পুজোগুলোর তালিকায় বেশ উপরের দিকে রয়েছে শোভাবাজারের জগত মুখার্জি পার্কের (Jagat Mukherjee Park) পুজো। এবার উত্তর কলকাতার (North Kolkata) এই পুজো মণ্ডপের থিম ভাবনার উড়ানে চড়েই কাশী (Kashi) দর্শন হবে মহানগরের মানুষজনের। কারণ এবছর শোভাবাজারের জগত মুখার্জি পার্ক দুর্গোৎসব কমিটির (Jagat Mukherjee Park Durgatsav Committee) পুজোর থিম 'গঙ্গাদর্শনে কাশী রুদ্রতীর্থ বারাণসী।' জানা গিয়েছে, কাশীর বিখ্যাত দুর্গা মন্দিরের আদলেই তৈরি হবে তাঁদের এবারের মণ্ডপ। তাই কলকাতায় বসে কাশীর 'রুদ্রতীর্থ' দর্শন করতে চাইলে অবশ্যই আসতে হবে জগত মুখার্জ্জী পার্কের পুজো মণ্ডপে।

শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। বছর ঘুরে আবার বাপের বাড়ি ফিরছেন মা। তাই তাঁকে নিয়ে তোড়জোড় তুঙ্গে। পাড়ায় পাড়ায় মায়ের আগমনীর প্রস্তুতি। কাশীর দুর্গা মন্দিরের আদলে তৈরি মণ্ডপের প্রবেশ পথে রয়েছে জগঝম্প। সেখান দিয়ে গর্ভ মন্দিরে পৌঁছে গেলে দেখা যাবে মা দুর্গার দণ্ডায়মান মূর্তি। মন্দিরের প্রাচীরটি অসাধারন কারুকার্য মণ্ডিত। তাই ধরে নেওয়া যায়, কাশীর গঙ্গা আরতির সঙ্গে দুর্গা মন্দিরের অনুপম শিল্প মণ্ডিত গর্ভমন্দিরে দেবী দুর্গার জাগ্রত রূপকল্প দর্শকদের মনে এক আধ্যাত্মিক অনুভূতির সঞ্চার করবে। আরও পড়ুন-Durga Puja 2019 Skincare Tips: পুজোয় চকচকে ত্বকে চমকে দিতে এই টিপসগুলো মেনে চলুন

গতবছরও অভিনব থিমের মাধ্যমে দর্শনার্থীদের মন জয় করেছিল জগত মুখার্জ্জী পার্ক দুর্গোৎসব কমিটি। গতবছরের পুজোর থিম ছিল 'টাইম মেশিন (Time Machine)।' যা এক ঝটকায় আগামীদিনে পৌঁছে দিয়েছিল দর্শনার্থীদের। গত বছরের অসাধারন মণ্ডপসজ্জা নজর কেড়েছিল সকলেরই। সেই রেশ এবছরেও বজায় থাকে কি না; সেই অপেক্ষা আর মাত্র কিছুদিনের।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now