Migraine: মাইগ্রেনের ব্যথায় মাথা ফেটে যাচ্ছে? জেনে নিন কী করনীয় আর কী করনীয় নয়

মাইগ্রেন একটি অসহ্য মাথাব্যথা, যা কখনও অর্ধেক মাথায়, আবার কখনও পুরো মাথায় হতে পারে। সঠিক সময়ে এই ব্যথার চিকিৎসা না করা হলে এই ব্যথা মারাত্মক রূপ নিতে পারে। সাধারণ কোনও মানসিক চাপ, জীবন যাপনের ধরন বা আবহাওয়ার পরিবর্তনের কারণে মাইগ্রেন হতে পারে। বিশেষজ্ঞদের মতে, মাইগ্রেনের ব্যথা এড়িয়ে চলার একমাত্র উপায় হল সময়মতো এটি সনাক্ত করে সঠিক চিকিৎসা করা। চলুন মাইগ্রেন (Migraine) সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক...

মাইগ্রেনের লক্ষণ :

মাইগ্রেনের ব্যথা শুরু হওয়ার আগেই কিছু লক্ষণ দেখতে পাওয়া যায়। যাকে বলা হয় প্রোড্রোম বা প্রি-হেডেক। প্রড্রোমের সময় হালকা মাথাব্যথার পাশাপাশি আরও কিছু লক্ষণের উপর নজর রাখা উচিত।

মাইগ্রেন কমানোর উপায়: