Monsoon Diseases: বৃষ্টিজনিত রোগ হতে পারে প্রাণঘাতী, বৃষ্টির মরসুমে সাবধান! জেনে নিন বৃষ্টিজনিত রোগ সম্বন্ধে বিস্তারিত...
প্রচণ্ড গরমে স্বস্তি নিয়ে এসেছে বৃষ্টি। বর্ষার আগমনে দেশের অনেক স্থানেই আবহাওয়া হয়ে উঠেছে মনোরম। তবে এই বৃষ্টিতে স্বস্তির পাশাপাশি ছড়িয়ে পড়ে ভাইরাস, যার কারণে বৃদ্ধি পায় রোগ। অনেক বিপজ্জনক রোগের ঝুঁকি বেড়ে যায় এই মরসুমে। এমন কিছু রোগ আছে যা সময়মতো চিকিৎসা না করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে আর্দ্র হয়ে ওঠে বায়ুমণ্ডল। এই কারণে, ব্যাকটেরিয়া এবং ভাইরাস বৃদ্ধির জন্য অনুকূল আবহাওয়া হল বর্ষাকাল। এই সময়ে ভাইরাল এবং ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি বেশি থাকে, সবচেয়ে বেশি ঝুঁকি থাকে শিশু এবং বয়স্কদের উপর।
চিকিৎসকদের মতে, বর্ষাকালে ঝুঁকি সবচেয়ে বেশি থাকে ডায়রিয়া, টাইফয়েড, ভাইরাল জ্বর, ডেঙ্গু ও ম্যালেরিয়ার। বর্ষাকালে দ্রুত ছড়িয়ে পড়ে এই রোগ। খারাপ খাবার ও জলের কারণে হয় টাইফয়েড এবং ডায়রিয়া। এছাড়াও এই সময়ে বমির সমস্যাও দেখা যায়। ব্যাকটেরিয়া ও ভাইরাল জ্বরের কারণেও বমি হয়। এই মরসুমে জ্বরের ঝুঁকি বেশি থাকে। বর্ষাকালে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে, মশার কামড়ের কারণে ছড়ায় এই রোগ। এই মরসুমে জল জমে থাকার কারণে মশার বংশবৃদ্ধি বেশি হয়। এদের কামড়ে ডেঙ্গু, জিকা ভাইরাস ও ম্যালেরিয়া বেড়ে যায়। সময়মতো চিকিৎসা না করালে মারাত্মকও হতে পারে এই রোগ।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্ষার আগমনের সঙ্গে বেড়ে যায় রোগের ঝুঁকি এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা সবচেয়ে দ্রুত শিকার হয় এই রোগের। ভাইরাস এবং ব্যাকটেরিয়া সহজেই আক্রমণ করতে পারে এই ধরনের মানুষকে, তাই এই সময়ে সতর্ক থাকা খুবই জরুরি। বৃষ্টি সংক্রান্ত রোগ থেকে বাঁচার জন্য বন্ধ করতে হবে মশার বংশবৃদ্ধি। তার জন্য বাড়ির আশেপাশে জল জমতে দেওয়া যাবে না। এছাড়া খাদ্যের বিশেষ যত্ন নিতে হবে। পরিষ্কার এবং ফুটানো জল পান করতে হবে। এছাড়া সময়ে সময়ে হাত ধুতে হবে।