Viswakarma Jayanti 2022: ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে পূজিত হন বিশ্বস্রষ্টা বিশ্বকর্মা, তাঁর আগমনের বার্তায় শেয়ার করুন শুভেচ্ছা বার্তা

বৈদিক দেবতা হিসাবে ঋক বেদের ১০ম মন্ডলে ৮১এবং ৮২ সূক্তদ্বয়ের বিশ্বকর্মার উল্লেখ আছে

Photo Credit_Latesly Media.com

আজ ১৭ সেপ্টেম্বর, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী  ভাদ্র মাসের সংক্রান্তি. আজকের দিনে পূজিত হন ভগবান বিশ্বকর্মা। বিশ্বকর্মা যার আক্ষরিক অর্থ সর্ব স্রষ্টা। বিশ্বকর্মার বাহন হংস ও হস্তী।  বৈদিক দেবতা হিসাবে ঋক বেদের ১০ম মন্ডলে ৮১এবং ৮২ সূক্তদ্বয়ের বিশ্বকর্মার উল্লেখ আছে। ঋকবেদ অনুযায়ী তিনি পরম সত‍্যের প্রতিরূপ এবং সৃষ্টি শক্তি র দেবতা। ঋকবেদে তাঁকে সময়ের সূত্রপাতের প্রাক অবস্থা থেকে অস্তিত্বমান স্থপতি তথা ব্রহ্মান্ডের দিব‍্য স্রষ্টা বলে উল্লেখ করা হয়েছে।

তিনি সর্ব দর্শী এবং সর্বজ্ঞ। তাঁর চক্ষু, মুখমন্ডল, বাহু ও পদ সর্ব দিকে পরি ব‍্যপ্ত। তিনি বাচস্পতি, মনোজব বদান‍্য, কল‍্যানকর্মা ও বিধাতা অভিধায় ভূষিত। তিনি ধাতা, বিশ্ব স্রষ্টা ও প্রজাপতি। বিশ্বকর্মা লঙ্কা নগরীরনির্মাতা। তিনি বিশ্বভূবন নির্মাণ করেন। বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকেয়র শক্তি প্রভৃতি তিনি তৈরী করেছেন। শ্রীক্ষেত্রের প্রসিদ্ধ জগন্নাথ মূর্তি ও তিনি নির্মাণ করেন।

কারিগরী শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের মধ্যে এই পুজার প্রচলন সর্বাধিক। তবে স্বর্ণকার, কর্মকার এবং দারুশিল্প,স্থাপত‍্য শিল্প, মৃৎ শিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব‍্যক্তিগত নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পুজো করে থাকেন।আজ লেটেস্টলি বাংলার (Latestly Bangla) তরফ থেকে সেই সকল মানুষদের জন্য রইল বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা বার্তা।

Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com