Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে বচসার জের। মহাকুম্ভে(Mahakumbh 2025) নিয়ে গিয়ে স্ত্রীকে খুন(Murder) স্বামীর। ঘটনাটি ঘটেছে, গত ১৯ ফেব্রুয়ারি। প্রয়াগরাজের একটি হোটেল থেকে উদ্ধার হয় এক মহিলার দেহ। তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে হাড় হিম করা তথ্য। ওই মহিলার গলায় বসে তাঁকে খুন করে স্বামী, এমনটাই পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, নিহত মহিলার নাম মীনাক্ষী। স্বামী অশোক কুমারের সঙ্গে মহাকুম্ভে গিয়েছিলেন তিনি। উঠেছিলেন প্রয়াগরাজের একটি হোটেলে। অভিযোগ, সেখানেই মীনাক্ষীকে খুন করে অশোক। হোটেল রুমের মধ্যে স্ত্রীর দেহ ফেলে রেখে পালায় অশোক। এরপর ওই রুমে মীনাক্ষীর দেহ পড়ে থাকতে দেখেন হোটেলের ম্যানেজার।

পরকীয়ার জেরে স্ত্রীকে খুন স্বামীর

হোটেল সূত্রে খবর, এই ঘটনার আগের রাতে ওই হোটেলে উঠেছিল ওই দম্পতি। অভিযুক্ত অশোক নিজের সঠিক পরিচয় দিতে চাননি। ভুয়ো পরিচয় দিয়ে ওই হোটেলে উঠেছিল সে। মীনাক্ষীর পরিবারের অভিযোগ, পরকীয়ায় আসক্ত ছিল অশোক। এই নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি লেগেই থাকত। আরও অভিযোগ, প্রায় তিনমাস আগে থেকেই মীনাক্ষীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে অভিযুক্ত। পরিকল্পনা মাফিক প্রয়াগরাজে ডেকে পাঠায় তাঁকে। হোম স্টের ব্যবস্থাও অশোক নিজেই করে। এরপর সেখানেই মীনাক্ষীর গলার বসে শ্বাসরোধ করে তাঁকে খুন করে সে। খুনের পর হোটেল ছেড়ে পালায় অশোক। ইতিমধ্যেই তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে মীনাক্ষীর পরিবার। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। অন্যদিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পরকীয়া ঢাকতে মহাকুম্ভে নিয়ে গিয়ে স্ত্রীকে খুন স্বামীর