IPL Auction 2025 Live

Vinayak Chaturthi 2024: জুন মাসে বিনায়ক চতুর্থী কবে? জেনে নিন বিনায়ক চতুর্থীর উপবাসের গুরুত্ব...

প্রতি মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালন করা হয় বিনায়ক চতুর্থী। জুন মাসে বাংলা ক্যালেন্ডারের জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি পালন করা হবে বিনায়ক চতুর্থী। এদিন পুজো করা হয় ভগবান গণেশের। ২০২৪ সালে ১০ জুন পালন করা হবে বিনায়ক চতুর্থী। বিশেষ কাজে সাফল্য পেতে এদিন উপবাস করে পুজো করা হয় ভগবান গণেশের। মান্যতা রয়েছে এদিন উপবাস করে পুজো করলে সকল কষ্ট দূর করেন ভগবান গণেশ। এছাড়া বিনায়ক চতুর্থীতে মন থেকে বাপ্পার পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে।

পঞ্জিকা অনুসারে, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি শুরু হয়েছে ৯ জুন, রবিবার, বিকাল ০৩:৪৪ মিনিটে এবং শেষ হয় ১০ জুন, সোমবার, বিকাল ০৪:১৪ মিনিটে। উদয়তিথি অনুসারে, ১০ জুন, সোমবার, পালন করা হয় বিনায়ক চতুর্থীর উপবাস। এই দিন ব্রহ্মমুহূর্তে উঠে ভগবান গণেশের পুজো করে উপবাস করা শুরু করে ভক্তরা। সন্ধ্যায় গণেশের মূর্তিতে ফুল দিয়ে সাজিয়ে পুজো করার পর সম্পন্ন হয় বিনায়ক চতুর্থীর উপবাস।

বিনায়ক চতুর্থী পরিচিত বরদ বিনায়ক চতুর্থী নামেও। যেকোনও ইচ্ছা পূরণ করার জন্য পাওয়া ভগবানের আশীর্বাদকে বলা হয় বরদ। ভক্তরা বিনায়ক চতুর্থীর উপবাস করে ভগবান গণেশের কাছে পেতে পারে জ্ঞান এবং ধৈর্যের আশীর্বাদ। জ্ঞান এবং ধৈর্য হল এমন দুটি নৈতিক গুণ যার গুরুত্ব যুগ যুগ ধরে মানুষের কাছে পরিচিত। যে ব্যক্তির মধ্যে এই দুই গুণ রয়েছে সে জীবনে খুব উন্নতি করে এবং কাঙ্ক্ষিত ফল অর্জন করে।