Telangana Formation Day 2024: তুমুল রক্তক্ষয়ী সংগ্রামের পর তৈরি তেলেঙ্গানা রাজ্য, জেনে নিন তেলেঙ্গানা প্রতিষ্ঠা দিবসের ইতিহাস...
তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবসের স্মরণে প্রতি বছর ২ জুন পালন করা হয় তেলেঙ্গানা প্রতিষ্ঠা দিবস। দীর্ঘ এবং অক্লান্ত সংগ্রামের পরে তৈরি হয়েছে তেলেঙ্গানা রাজ্য, তাই এই রাজ্যের জনগণের জন্য তেলেঙ্গানা প্রতিষ্ঠা দিবস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ২০১৪ সালের ২ জুন স্বাধীন রাজ্যের মর্যাদা পায় তেলেঙ্গানা, এটি দেশের ২৯ তম রাজ্য। তেলেঙ্গানার ১০ তম বার্ষিকী উপলক্ষে চলুন জেনে নেওয়া যাক তেলেঙ্গানার ইতিহাস।
ভারত স্বাধীন হওয়ার পর, ১৯৪৮ সালে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেলের সাম-দাম-দন্ড-ভেদ নীতির কারণে ভারতীয় ইউনিয়নের একটি অংশ করা হয়েছিল হায়দ্রাবাদের রাজকীয় রাজ্য, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল তেলেঙ্গানা। ১৯৫৬ সালে, রাজ্য পুনর্গঠন আইনের কারণে অন্ধ্রপ্রদেশের সঙ্গে একীভূত হয় তেলেঙ্গানা। এই একীকরণ করা হয়েছিল ভাষাগত তথা তেলেগু ভাষার ভিত্তিতে। তবে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পার্থক্যের কারণে বিতর্কিত ছিল এই একীকরণ।
১৯৬৯ সালের সময়কালে উন্নয়ন এবং চাকরির সুযোগে রাজ্যের অবহেলার কারণে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছিল তেলেঙ্গানায়। সেই সময়েই মেরি চেন্না রেড্ডির নেতৃত্বে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন শুরু করে তেলেঙ্গানা প্রজা সমিতি। এই আন্দোলনে মৃত্যু হয় অনেক আন্দোলনকারীর। ২০০৯ সালে কে. চন্দ্রশেখর রাও এই আন্দোলনে যুক্ত হয়ে অনশন করায় কেন্দ্রীয় সরকারের উপর চাপ বৃদ্ধি পায়। অনেক আলোচনার পরে ২০১৩ সালে তেলেঙ্গানাকে ভিন্ন রাজ্য করার প্রস্তাব পাশ করা হয়। ২০১৪ সালের ২ জুন স্বাধীন রাজ্যের মর্যাদা পায় তেলেঙ্গানা।