PM Modi On Ram temple: 'নিজেকে ধন্য মনে হচ্ছে', রাম মন্দির কর্তৃপক্ষের নিমন্ত্রণ পেয়ে টুইট মোদির
বুধবার রাম মন্দির কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিক ভাবে রাম মন্দির প্রতিষ্ঠায় উপস্থিত থাকায় নিমন্ত্রণপত্র পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই আবেগপ্লুত হয়ে এই বিষয়ে টুইট করে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে ধন্যবাদ জানান তিনি।
নয়াদিল্লি: বুধবার রাম মন্দির কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিক ভাবে রাম মন্দির প্রতিষ্ঠায় উপস্থিত থাকায় নিমন্ত্রণপত্র পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। এরপরই আবেগপ্লুত হয়ে এই বিষয়ে টুইট করে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে (Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust) ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী টুইট করেন," শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের আধিকারিকরা আমার বাড়িতে দেখা করতে এসেছিলেন। তাঁরা আমাকে শ্রী রাম মন্দিরের (Shri Ram temple) প্রতিষ্ঠার অনুষ্ঠানে (occasion of the consecration) যোগ দেওয়ার জন্য অযোধ্যায় (Ayodhya) আসার আমন্ত্রণ জানিয়েছেন। আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। আমার অনেক সৌভাগ্য (good fortune) যে আমার জীবদ্দশায় আমি এই ঐতিহাসিক অনুষ্ঠানের (historic occasion) সাক্ষী থাকতে পারব।" আরও পড়ুন: Bharatiya Nyaya Sanhita: ব্যভিচারকে অপরাধ হিসেবে গণ্য করার পরামর্শ সংসদীয় কমিটির!