Merry Christmas 2022 Wishes on the Christmas Eve: বড়দিনের আগেই বড়দিনের শুভেচ্ছা বার্তা, শেয়ার করে ছড়িয়ে দিন সোশ্যাল মিডিয়ায়

বছর শেষে যীশুর জন্মদিনকে কেন্দ্র করে হই হই শুরু হয়েছে শহরজুড়ে। শীতের কনকনানি আর সিটি অফ জয়ের আনন্দে ভেসে যাওয়া। দুটোই যেন এবছর একে অপরের পরিপূরক হয়ে উঠেছে।

বছরের অন্যান্য উৎসবের মতো বড়দিনেও বন্ধু, প্রিয়জনদের শুভেচ্ছায় ভরিয়ে দেন প্রায় সকলেই। এখন বড়দিনের হুল্লোড়ে যুক্ত হয়েছে পশ্চিমী ছোঁয়া। তাই বড়দিনের আগের সন্ধ্যায় ক্রিস্টমাস ইভ (Christmas Eve)-এ   প্রিয়জনকে বড়দিনের  আগাম শুভেচ্ছা জানানোর জন্য অভিনব শুভেচ্ছা বার্তা এনেছে  'লেটেস্টলি বাংলা' (LatestLY)।